এমনটা যে হতে পারে তা খানিক প্রত্যাশিতই ছিল। কিন্তু ‘চড়’-এর ওজন যে এত বেশি হবে, তা হয়তো আশা করতে পারেননি অনেকেই। কিন্তু দিনের শেষে দেখা গেল যা আশঙ্কা করা হয়েছিল, হয়েছে ঠিক তেমনটাই– স্ত্রী ক্যাটরিনা কাইফের প্রাক্তন রণবীর কাপুরের কাছে কার্যত মুখ থুবড়ে পড়েছেন ভিকি কৌশল।
গতকাল অর্থাৎ শুক্রবার মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ছবি ‘শাম বাহাদুর’। ওদিকে রণবীর কাপুরের ছবি ‘অ্যানিম্যাল’ও মুক্তি পেয়েছে ওই একই দিনে। অগ্রীম বুকিংয়ের দিক থেকে প্রথম থেকেই এগিয়ে ছিলেন রণবীর। কিন্তু প্রথম দিনের আয়ে শাম বাহাদুরকে বলে বলে গোল দিয়ে বক্সঅফিসে দুর্ধর্ষ ব্যবসা করে ফেলল সন্দীপ রেড্ডী ভাঙ্গার এই ছবিটি। ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘শাম বাহাদুর’ হেরে গেল রক্তাক্ত ‘অ্যানিম্যাল’-এর কাছে। দেশপ্রেম বা দেশের ইতিহাস নয়, মানুষ ভিড় করল রণবীরের অ্যাকশন দেখতেই। প্রথম দিনে কত আয় করল ছবি দু’টি?
বক্সঅফিস অব ইন্ডিয়ার এক রিপোর্ট জানাচ্ছে, প্রথম দিনে ‘অ্যানিম্যাল’ শুধুমাত্র দেশেই আয় করেছে প্রায় ৬১ কোটি টাকা। ২০০ কোটি বাজেটে তৈরি এই ছবি যে দিন কয়েকের মধ্যেই বাজেট তুলে ফেলবে সে ব্যাপারে নিশ্চিত নির্মাতারা। ওদিকে ‘শাম বাহাদুর’-এর আয় মাত্র ৬ কোটি টাকা। তুলনার দিক থেকে তা যে অনেকটাই পিছিয়ে তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে এমন নয় যে ছবিটির গল্প বা অভিনয় দর্শকের ভাল লাগেনি। যারা দেখেছেন ‘শাম বাহাদুর’ তাঁদের বেশির ভাগই ছবিটি নিয়ে ইতিবাচক রিভিউই দিচ্ছেন এখনও পর্যন্ত। এমনকি ভিকির নজরকাড়া অভিনয়ের প্রশংসাও সকলের মুখে মুখে। তা সত্ত্বেও কেন এত কম লোক হলমুখী হচ্ছেন ওই ছবি দেখতে সেই প্রশ্নই ভাবাচ্ছে ওই ছবির নির্মাতাদের।