Brahmastra’s Box Office Collection: আজ তৃতীয় শুক্রবার রণবীর-আলিয়া ছবি ব্রহ্মাস্ত্র-র, কত আয় হল
Brahmastra’s Box Office Collection: নির্মাতারা এটির সিক্যুয়েলের কাজ শুরু করেছেন যার নাম ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু - দেব’।

জাতীয় সিনেমা দিবসের অগ্রিম বুকিংয়ে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব’। প্রায় ৬ লাখ টিকিট বিক্রি হয়েছে। ৭৫ টাকার টিকিটে যে কোনও ছবি যে কোনও শোয়ে দেখা গিয়েছে আজ। অগ্রিম বুকিংয়েই প্রায় সব টিকিট বিক্রি হয়েছে এই ছবির। এই হিসেব অনুযায়ী ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব’ জাতীয় চেইনে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ অগ্রিম বুকিং রেকর্ড করেছে। যার ফলে ছবি প্রায় ৩.৫০ কোটি টাকা আয় করেছে। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। আজ তৃতীয় শুক্রবার। বক্স অফিস ইন্ডিয়া রিপোর্ট অনুসারে ছবিটি তার তৃতীয় শুক্রবার মোট ৫.৭৫ কোটি টাকা আয় করবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় সপ্তাহে, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিব’ মোটে ৫০ কোটি আয় করেছে, যা এখন সমস্ত ফর্ম্যাটে ২১৫ কোটি টাকায় দাঁড়িয়েছে।
নির্মাতারা এটির সিক্যুয়েলের কাজ শুরু করেছেন যার নাম ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু – দেব’। সিক্যুয়েল সম্পর্কে বলতে গিয়ে, পরিচালক অয়ন মুখোপাধ্যায় পিটিআইকে বলেছিলেন, “ভালোবাসাই আলো” ছবিটির জন্য আমার লাইন ছিল। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’কে দীর্ঘ সময় ধরে ‘ভালোবাসা’ বলা হত কারণ এটাই ছিল ছবির থিম। “এটি একটি প্রেমের গল্প এবং শিবা প্রেম থেকে তার শক্তি পেয়েছে। তবে ‘দ্বিতীয় পর্ব: দেব’ নাটকীয় দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আরও গাঢ় এবং রসালো গল্প হবে। ফলোআপগুলি নিশ্চিতভাবে অন্ধকার হবে।” রণবীর কাপুর এবং আলিয়া ভাট সিক্যুয়েলে ফিরবেন বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত ছবির দেবা কে হতে চলেছেন সেই সম্পর্কে কোনও আভাস দেননি অয়ন। শোনা গিয়েছে অয়ন এবং করণ জোহর (ছবির প্রযোজক) দীপিকা পাডুকোণকে সিক্যুয়েলের জন্য সাইন করিয়েছেন। প্রথম ছবিতে দেব এবং অমৃতা যাঁরা শিবার বাবা-মা, তাঁদের একটি প্রেম কাহিনির উল্লেখ রয়েছে। আশা করা যায়, তাঁদের ভালবাসা-দ্বন্দ্ব নিয়েই তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু – দেব’।





