Brahmastra: ব্রহ্মাস্ত্র ছবির জন্য কত কোটি পারিশ্রমিক পেলেন রণবীর! কত কোটিতে রাজি হয়েছিলেন আলিয়া-অমিতাভ
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 17, 2022 | 5:48 PM
Movie Gossip: কোথাও গিয়ে যেন ছবি, সম্পর্ক, বিয়ে, সব মিলিয়ে ভক্তদের ভক্তদের মধ্যে এই ছবির প্রতি খিদে অনেকটা বাড়িয়ে তুলেছে। এই ছবির প্রস্তাব গ্রহণে কত কোটি টাকা পকেটে পুরেছিলেন চার সুপারস্টার!
1 / 6
বহু প্রতিক্ষীত ছবি ব্রহ্মাস্ত্র, বলিউডের একের পর এক ছবি মুক্তির তালিকাতে থাকা বিগ বাজেট ছবির মধ্যে অন্যতম। এই ছবি থেকেই সম্পর্কের সূত্রপাত রণবীর আলিয়ার।
2 / 6
তবে কোথাও গিয়ে যেন ছবি, সম্পর্ক বিয়ে, সব মিলিয়ে ভক্তদের ভক্তদের মধ্যে এই ছবির প্রতি খিদে অনেকটা বাড়িয়ে তুলেছে। এই ছবির প্রস্তাব গ্রহণে কত কোটি টাকা পকেটে পুরেছিলেন চার খ্যাতনামা স্টার!
3 / 6
প্রথমেই আসা যাক রণবীরের কথায়, তিনি এই ছবি করতে নিয়েছিলেন মোটের ওপর ২৫ থেকে ৩০ কোটি টাকা। বর্তমানে এমনই চার্জ নিচ্ছেন রণবীর ছবি পিছু।
4 / 6
আলিয়া ভাট ছবির জন্য নিয়েছেন ১০ থেকে ১২ কোটি টাকা। বর্তমানে যদিও আলিয়া বাড়িয়ে দিয়েছেন তাঁর চার্জ। এখন এর থেকে বেশি টাকায় ছবি সাক্ষর করছেন তিনি।
5 / 6
অমিতাভ বচ্চন ব্রহ্মাস্ত্র ছবির জন্য নিয়েছে ১০ থেকে ১২ কোটি টাকা। প্রবীণ এই স্টার এখন এই পরিমাণ অর্থই ছবি পিছু নিয়ে থাকেন। তবে মুখ্যচরিত্র হলে, তিনি আরও বেশি নিয়ে থাকেন।
6 / 6
ছবিতে রয়েছেন মৌনি রায়। তিনি এই ছবির জন্য পেয়েছেন ৩ কোটি টাকা। এই পরিমাণ অর্থ তিনি বর্তমানে ছবি পিছু নিয়ে থাকেন। বর্তমানে মৌনি বেশ কিছু ছবির প্রস্তাব নিয়ে ব্যস্ত রয়েছে।