Unseen Video: অ্যাকশন দৃশ্য কীভাবে শুট হয়েছিল ব্রহ্মাস্ত্র ছবিতে? অদেখা ভিডিয়ো শেয়ার করে নিলেন করণ জোহর
Brahmastra: ব্রহ্মাস্ত্র একই সময়ে রিলিজ হচ্ছে, ফলে কম খরচে আপনিও ছবিটি দেখে নিতে পারবেন। তবে এই ছবি বলিউডের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে কি না এখন তাই দেখার।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলেছে আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই বহু প্রতিক্ষীত ছবি। সিনেপ্রেমীরা তাঁদের প্রিয় দম্পতিকে প্রথমবারের মতো পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছে দীর্ঘ চার বছর। মুক্তির ১০ দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে কাউন ডাউন। প্রতিদিনই কিছু না কিছু চমক রাখা থাকছে ভক্তদের জন্য। এবার ছবি মুক্তির ৪ দিন আগে, করণ জোহর ব্রহ্মাস্ত্র শ্যুটের একটি অদেখা ভিডিয়ো শেয়ার করেন দর্শকদের জন্য, যা আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে ছবি প্রতি।
করণ জোহর তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায় এবং অমিতাভ বচ্চনকে একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে দেখা যাচ্ছে। অভিনেতারা তাঁদের চরিত্ররের জন্য কীভাবে শুট করেছেন, তার একটি ঝলক শেয়ার মাত্র। ভিডিয়োটিতে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের একটি ঝলকও নজরে আসে, যিনি ফ্লোরে তাঁদের মাইকে নির্দেশনা দিচ্ছেন। ভিডিয়োর সঙ্গে, করণ জোহর লিখেছেন, “অনেক বছরের যাত্রা, এখন মাত্র ৫ দিনের অপেক্ষা, কিছুদিনের মধ্যেই এই ছবি আপনাদের হয়ে যাবে! ৯ সেপ্টেম্বর থেকে সিনেমা হলে ব্রহ্মাস্ত্র। 2D, 3D এবং IMAX 3D-তে টিকিট পাওয়া যাচ্ছে। এখনই বুক করুন। ”
View this post on Instagram
মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (MAI) মাত্র ৭৫ টাকা মূল্যে জাতীয় সিনেমা দিবসে (১৬ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অনুমতি দেবে। যেহেতু ব্রহ্মাস্ত্র একই সময়ে রিলিজ হচ্ছে, ফলে কম খরচে আপনিও ছবিটি দেখে নিতে পারবেন। তবে এই ছবি বলিউডের ভাগ্যের শিকে ছিঁড়তে পারে কি না এখন তাই দেখার। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান, মৌনি রায় অভিনীত এই ছবিতে একাধিক চমক রয়েছে দর্শকদের জন্য। ইতিমধ্যে ছবির গানও হিট। ফলে প্রযোজক সংস্থা থেকে শুরু করে সিনেদুনিয়া, ব্রহ্মাস্ত্র ঘিরে বেশ আশাবাদী।