Shah Rukh Khan: শাহরুখের পরবর্তী ছবিতে নায়িকা সুহানা? নতুন বছরেই শুরু শুটিং

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 22, 2023 | 1:14 PM

Suhana Khan: ঠিক পড়েছেন, শাহরুখ খানের মেয়ে এবার অ্যাকশন থ্রিলারে। বাবার ছবিতে জায়গা করে নিচ্ছেন তিনি। সুহানা খান এবার শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন। শোনা গিয়েছিল তিনি সুজয় ঘোষের ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন। তবে এই ছবি যে শাহরুখ খানকে উৎসর্গ করে, তাঁকে কেন্দ্র করেই, তা জানা ছিল না অনেকেরই।

Shah Rukh Khan: শাহরুখের পরবর্তী ছবিতে নায়িকা সুহানা? নতুন বছরেই শুরু শুটিং

Follow Us

বলিউডের এখন সেরা অ্যাকশন অভিনেতা কে? প্রশ্ন করলে যে নাম সবার আগে সামনে উঠে আসে, তা হল শাহরুখ খান। কেরিয়ারের শুরু থেকেই চেয়েছিলেন তিনি অ্যাকশন হিরো হতে। তবে ভাগ্যের লিখনে হয়ে গিয়েছিলেন ব়োম্যান্সের কিং। তবে তিনি অ্যাকশনে নাম লেখালে যে ঠিক কী হতে পারে, এবার মিলল তার প্রমাণ। গোটা ২০২৩ সাল ধরে চলছে যেন কেবলই তাঁর কামব্যাকের সেলিব্রেশন। তাঁর পাশে কোনও ছবি যেন টিকটে পারছে না। একের পর এক ছবি বক্স অফিসে হিট। আসছে তাঁর তৃতীয় ছবি। তবে এবারও শেষ হল না চমক। ডানকির পর পরের ছবির কাজে ইতিমধ্যেই হাত দিয়েছেন নাকি শাহরুখ খান। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারী মাসেই নাকি শুরু হতে চলেছে তাঁর পরবর্তী ছবির কাজ। যেখানে অংশ নিতে চলেছেন অভিনেত্রী সুহানা খান।

ঠিক পড়েছেন, শাহরুখ খানের মেয়ে এবার অ্যাকশন থ্রিলারে। বাবার ছবিতে জায়গা করে নিচ্ছেন তিনি। সুহানা খান এবার শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন। শোনা গিয়েছিল তিনি সুজয় ঘোষের ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন। তবে এই ছবি যে শাহরুখ খানকে উৎসর্গ করে, তাঁকে কেন্দ্র করেই, তা জানা ছিল না অনেকেরই। শাহরুখ খানের এই ছবি এখন তাই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। আবারও অ্যাকশন থ্রিলারে কিং খান। ছবির নাম কিং। ভক্তদের দেওয়া নাম কিং খান মাথায় রেখেই নাকি ছবির নামকরণ করা হচ্ছে। শাহরুখের সঙ্গে ছবির শুটিং-এ সুহানা এবার দর্শক মনে কতটা জায়গা করে দেখার। যদিও সুহানার অভিনয়ের সঙ্গে দর্শকদের পরিচিতি ঘটতে চলেছে তার আগেই। দ্য আর্চিজ ওটিটি সিরিজে দেখা মিলবে তাঁর আর কয়েকদিনের মধ্যেই। ইতিমধ্যেই সিরিজের ঝলক পছন্দ করেছেন দর্শকেরা।

Next Article