কী হবে ছবির ভবিষ্যৎ? ৪০০ কোটির ছবি কি আদপে বক্স অফিসে দাগ কাটতে পারবে নাকি অবস্থা হবে ‘লাল সিং চাড্ডা’র মতো? চিন্তায় ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও। এরই মধ্যে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে গিয়ে গোমাংস বিতর্কের মুখে পড়েন ছবির প্রধান নায়ক রণবীর কাপুরও। সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র হয়ে ওঠে #বয়কটব্রহ্মাস্ত্র ট্রেন্ড। তবে ছবি মুক্তি পেতেই দেখা গেল, রেকর্ড আয় করেছে ওই ছবি। ব্রহ্মাস্ত্রের প্রথম দিনের আয় রীতিমতো তাক লাগিয়ে দেবে আপনাকে। পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানিয়েছেন, সারা বিশ্বে এই ছবি আয় করেছে ৭৫ কোটি টাকা। আর ভারতের প্রথম দিনে কত হল আয়?
বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, ভারতে এই ছবির মোট আয় ৩৬ কোটি টাকা। এই ছবির হিন্দি ভার্সন সংগ্রহ করেছে ৩১.৫-৩২ কোটি টাকা। অন্যান্য ভাষায় এই ছবির প্রথম দিনে সংগ্রহ ৪ কোটি ৫০ লক্ষ টাকা। শনি-রবিতে এই আয় আরও বাড়ব বলেই ধারণা ট্রেড অ্যানালিস্টদের। কাজের দিনে মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলির মধ্যে ‘ব্রহ্মাস্ত্র’-এর এই আয় নিঃসন্দেহে রেকর্ড-ব্রেকিং। গুজরাত ও মুম্বইয়ে এই ছবির আয় বেশ চমকপ্রদ। পিছিয়ে নেই কলকাতাও। দিল্লি এনসিআর, কলকাতা ও চন্ডীগড়ে এই ছবির আয় বেশ ভাল বলেই জানা গিয়েছে। সূত্র জানাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’ই এমন এক ছবি যা বাংলায় প্রায় ৫৬০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। যেখানে ‘আরআরআর’ ছবিটি এই রাজ্যে মুক্তি পেয়েছিল ৫৪৭টি স্ক্রিনে। অন্যদিকে ‘পুষ্পা’ মুক্তি পেয়েছিল ৫৪০টি স্ক্রিনে। যদিও কলকাতার দুই ঐতিহ্যবাহী হল ‘নবীনা’ ও ‘প্রিয়া’তে এই ছবি মুক্তি পায়নি। নেপথ্যে রয়েছে ছবিটির ডিস্ট্রিবিউটার ও ওই দুই হলের মালিকদের মতের অমিল। তবু বঙ্গে এই ছবি মুক্তি পেয়েছে রাজকীয় ভাবেই। অগ্রিম বুকিংয়ের আয়ও নেহাত কম নয়।
গোটা বিশ্ব জুড়ে ছবিটি মুক্তি পেয়েছে ৯০০০টি স্ক্রিনে। কোনও বলিউড ছবির ক্ষেত্রে এই সংখ্যা নেহাতই বিরল। শুধু ভারতেই ওই ছবি মুক্তি পেয়েছে ৫০১৯টি স্ক্রিনে। ৪০০ কোটির ছবির ক্ষেত্রে এতটুকুও যে জমি ছাড়তে রাজি নন নির্মাতারা তা যেন এই সংখ্যাগুলিই প্রমাণ করে দিয়েছে। তবে দিনের শেষে এই ছবির বাজেট আকাশছোঁয়া। শেষ হাসি হাসবে কিনা ছবিটি তা জানা যাবে আর কয়েকদিনের মধ্যেই।