Brahmastra Trailer: ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলারে কণ্ঠ দিলেন চিরঞ্জীবী, দক্ষিণকে ছাড়া কি একেবারেই পথ চলতে পারছে না বলিউড?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 13, 2022 | 11:23 PM

Brahmastra: 'ব্রহ্মাস্ত্র'র তেলেগু ট্রেলারে নিজের কণ্ঠ দিয়েছেন চিরঞ্জীবী। তাঁকে খুবই আপ্যায়ন করেছেন অয়ন মুখোপাধ্যায়রা।

Brahmastra Trailer: ব্রহ্মাস্ত্রর ট্রেলারে কণ্ঠ দিলেন চিরঞ্জীবী, দক্ষিণকে ছাড়া কি একেবারেই পথ চলতে পারছে না বলিউড?
'ব্রহ্মাস্ত্র'

Follow Us

আলিয়া ভাট, রণবীর কাপুরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে কয়েক মাসের মধ্যেই। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতেই প্রথমবারের জন্য একসঙ্গে অভিনয় করেছিলেন আলিয়া-রণবীর। এবং সেই ছবিতে অভিনয় করতে গিয়েই আলিয়া-রণবীরের মধ্যে প্রেম তৈরি হয়েছে। তারপর বিয়ে করেছেন তাঁরা। সেই ছবির ট্রেলারে কণ্ঠ দিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার চিরঞ্জীবী। ছবিটির তেলেগু ডাবিং হয়েছে। ট্রেলার প্রকাশ পাবে আগামী ১৫ জুন। ঘোষণার ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এসএস রাজামৌলি। যাঁর ছবি ‘আরআরআর’-এ অভিনয় করেছিলেন আলিয়া ভাট। এবং ১০ মিনিটের দৃশ্যে অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন ৯ কোটি টাকা। এসএস রাজামৌলির ছবিতে কাজ করা যে কোনও অভিনেতার কাছে সৌভাগ্যের বিষয়। আলিয়ার কাছেও তাই-ই ছিল।

ইদানিং একটি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে খুব বেশি। মুম্বই ও দক্ষিণ ভারতীয় ছবির জগতে তারকা ও পরিচালকের আদানপ্রদান হচ্ছে। দক্ষিণ ভারতের ছবিতে যেমন কাজ করছেন বলিউডে মহারথীরা। তেমনই বলিউডের বড় বাজেটের ছবিতে অংশ নিচ্ছেন দক্ষিণ ভারতীয় তারকারা। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিতে কাজ করেছেন আলিয়া-রণবীর-অমিতাভ বচ্চন। তেমনই কাজ করেছেন নাগার্জুনা। আমির খানের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করেছেন নাগার্জুনার ছেলে ও সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য।

 

‘ব্রহ্মাস্ত্র’র তেলেগু ট্রেলারে নিজের কণ্ঠ দিয়েছেন চিরঞ্জীবী। তাঁকে খুবই আপ্যায়ন করেছেন অয়ন মুখোপাধ্যায়রা। ডাবিংয়ের কিছু মুহূর্তও ক্যামেরাবন্দি করা হয়েছে। বিষয়টি নিয়ে আবেগাপ্লুত এসএস রাজামৌলি নিজের সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিয়েছেন, “চিরঞ্জীবী ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলারের জন্য নিজের কণ্ঠ দিয়েছেন।”