বায়োপিক নির্ভর ছবি কিংবা কোনও ব্যক্তির বীরত্বের উপর নির্ভর ছবি প্রযোজনা করতে ভালবাসেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তাঁর শেষ প্রযোজিত ছবি দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সুরমা’। ছবিতে দিলজিৎ ছাড়াও অভিনয় করেছিলেন তাপসী পান্নু। চিত্রাঙ্গদা এবার সুবেদার যোগেন্দ্র যাদবকে নিয়ে আত্মজীবনী মূলক ছবি প্রযোজনা করবেন। যোগেন্দ্র যাদব কার্গিলের যুদ্ধে লড়েছিলেন। মাত্র ১৯ বছর বয়সে পেয়েছিলেন পরম বীর চক্র। তাঁর জীবনকে পর্দায় তুলে ধরতে চলেছেন চিত্রাঙ্গদারা। ছবি তৈরির সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেশাত্মবোধক ছবিটি তৈরির অনুমতি পেয়ে গিয়েছেন অভিনেত্রী। সে ব্যাপারে মুখ খুলেছেন তিনি।
চিত্রাঙ্গদা বলেছেন, “আসল হিরোদের গল্প বলতে আমার খুব ভাল লাগে। দুঃখের বিষয় এটাই, আমরা তাঁদের অনেক সময় ভুলে যাই। আমাদেরই প্রয়োজন তাঁদের কথা সকলের সামনে তুলে ধরা। ‘সুরমা’ তৈরি করার সময়ও এমনটাই আমার মনে হয়েছিল।”
এখনও পর্যন্ত সিনেমাটির নামকরণ হয়নি। মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন সেটাও ঠিক হয়নি। ভারতীয় সেনায় যে তিন পরম বীর চক্র প্রাপক যোদ্ধা জীবিত আছেন, তাঁদের মধ্যে সুবেদার যোগেন্দ্র যাদব একজন। এখনও পর্যন্ত তিনি দেশের জন্য লড়ে যাচ্ছেন।
সুধীর মিশ্রর ছবি ‘হাজারোঁ খোয়াইসে অ্যাইসি’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন চিত্রাঙ্গদা। তাঁর অভিনয় সকলের মন ছুঁয়েছিল। মাস কয়েক আগে তাঁকে দেখা যায় ‘বব বিশ্বাস’ ছবিতে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বিদ্যা বালন অভিনীত ‘কাহানি’ ছবির স্পিন অফ ছিল সেটি। অনুরাগী সংখ্যা নেহাত কম নয় চিত্রাঙ্গদার। সম্প্রতি রণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নিয়ে কথা বলেছেন তিনি। রণবীরকে তাঁর মনে হয়েছে এক টুকরো শিল্প।