বলিউডের প্রবীণ পরিচালক সুভাষ ঘাই সবেমাত্র ঘোষণা করেছেন যে তিনি ‘৩৬, ফার্মহাউস’ নামে এক ফিল্ম নির্মাণ করতে চলেছেন। যে ছবিতে রয়েছেন আমোল পরোশার, বরখা সিং, অশ্বিনী কালসেকর এবং সঞ্জয় মিশ্রার মতো অভিনেতা। এখন, যা শোনা যাচ্ছে যে ‘স্ত্রী’এবং ‘আরিয়া’ খ্যাত অভিনেত্রী সাইনি ফ্লোরা এই ছবিতে অভিনয় করতে চলেছেন।
অভিনেত্রী খবরটি নিশ্চিত করে বলেন, “আমি তাঁকে ৯ বছর ধরে চিনি এবং আমাদের মধ্যে যোগাযোগ ছিল। আমি জানতাম যে তিনি একটি নতুন ছবিতে কাজ করছেন এবং একদিন হঠাৎ তিনি বলেন যে ছবিতে আমার একটি ভূমিকা রয়েছে,”
ফ্লোরা সাইনি আরও বলেন, “তবে, সুভাষজি বুঝে উঠতে পারেননি আমার জন্যে কোন চরিত্রটির সিদ্ধান্ত তিনি নেবেন। তবে, পরে তিনি স্থির করেন এবং আপনাকে অবশ্যই বলতে চাই যে অবশেষে আমি যে চরিত্র করছি তা নিয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।”
‘৩৬, ফার্মহাউস’ মুম্বইয়ের পানভলেতে শুটিং শুরু হবে এবং পুরোটাই হবে বায়ো বাবল প্রক্রিয়ার মাধ্যমে। রামের রমেশ শর্মা সিনেমাটি পরিচালনা করবেন যদিও তিনি ঘাইয়ের প্রথম পছন্দ ছিলেন না। এটি বিপুল মেহতার পরিচালনা করার কথা ছিল, তবে কোনও অজ্ঞাত কারণে তিনি প্রোজেক্টটি ছেড়ে দেন বলে জানা গিয়েছে।