কনম্যান সুকেশ চন্দ্রশেখর, ২০০ কোটি আর্থিক তছরুপের দায়ে বর্তমানে হাজতে বন্দি। তিহার জেলে জ্যাকলিনের একদা প্রেমিক সুকেশের সময় কাটছে। তবে একদা কিনা বলা চলে না, কারণ এই সম্পর্ককে এখনও অবধি বজায় রেখেছেন সুকেশ। অন্যদিকে সম্পর্ক ভাঙ্গার কোনও ইঙ্গিতই দেননি জ্যাকলিন ফার্নান্ডেজ। ফলে মাঝেমধ্যেই তাঁদের প্রেম কাহিনি চর্চায় উঠে আসে। কারণ একটাই, প্রতিটা বিশেষ দিনে কিংবা উৎসবে জ্যাকলিনের উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন সুকেশ। জেলে বসে প্রতিটা মুহূর্তে তিনি তাঁর প্রেমিকার জন্য কতটা চিন্তিত তা, স্পষ্ট করে যায় তাঁর লেখা বাক্যগুলি।
শুরু হয়েছে নবরাত্রী, আর সেই বিশেষ লগ্নে সুকেশ জ্যাকলিনের উদ্দেশ্যে চিঠিতে লিখলেন তিনি উপোস করবেন এই নয়টি দিন, এই প্রথম নবরাত্রীর উপবাস রাখছেন তিনি। কারণ তিনি চান জ্যাকলিন ভাল থাকুক, সুস্থ থাকুক। জ্যাকলিনের আশেপাশে সমস্ত নেগেটিভিটি দূর হোক। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, একটা সময় আসবে যখন আবার সবটা ঠিক হয়ে যাবে। তিনি ও জ্যাকলিন আবার একসঙ্গে থাকবেন।
এছাড়াও চিঠিতে থাকা একাধিক বাক্যে তিনি জ্যাকলিনের প্রতি ভালবাসা উজাড় করে দিয়েছেন। তিহার জেলে বসে সুকেশ তাঁর প্রেমিকার উদ্দেশ্যে লিখলেন সম্প্রতি তাঁর দোহার শোয়ে দারুন লাগছিল জ্যাকলিনকে। তাঁর দেখা সবথেকে সুন্দরী নারী জ্যাকলিন। জ্যাকলিনকে ভরসা দিয়ে তিনি লেন, ‘দেখো সত্যের জয় হবেই। আমরা খুব তাড়াতাড়িই একে-অপরের সঙ্গে থাকতে পারব। যাই হয়ে যাক না কেন, চিরকাল একসঙ্গে থাকববেবি গার্ল।’ প্রসঙ্গত, মাঝে সিনেজগত থেকে বেশ কিছুটা দূরে ছিলেন অভিনেত্রী। তবে ফের ধীরে-ধীরে কাজের গতি ফিরেছে জ্যাকলিনের। ওয়েলকাম টু জঙ্গল, হাউজ়ফুল ৫-এর মতো ছবিতে তাঁকে কাস্ট করতে শুরু করেছেন নির্মাতারা।