Deepika Padukone: ‘আমি মোটেও মজা করছি না’, বিয়ে নিয়ে কী উপদেশ দিলেন দীপিকা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 07, 2023 | 3:38 PM

Viral News: বন্ধুত্বের দিনে এবার তাই দীপিকা দিলেন বিয়ে নিয়ে এক সিক্রেট উপদেশ। তাঁর বিশ্বাস তিনি তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন। পোস্ট দেখা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল রাতারাতি।

Deepika Padukone: আমি মোটেও মজা করছি না, বিয়ে নিয়ে কী উপদেশ দিলেন দীপিকা?

Follow Us

দীপিকা পাড়ুকোন, ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর সোশ্যাল মিডিয়ায় করা প্রতিটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় মোটের ওপর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সম্প্রতি IMDb রেটিং-এ দীপিকা পাড়ুকোন দেশের সর্বাধিক জনপ্রিয় স্টার হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলে দীপিকা সোশ্যাল মিডিয়ায় হাজির, আর তাতে নজর থাকবে না ভক্তদের তাই কী হয়! বন্ধুত্বের দিনে এবার তাই দীপিকা দিলেন বিয়ে নিয়ে এক সিক্রেট উপদেশ। তাঁর বিশ্বাস তিনি তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন। পোস্ট দেখা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠল রাতারাতি।

কী লেখা সেই পোস্টে?

প্রিয় বন্ধুকে বিয়ে করুন। আমি এটা মোটেও হালকা ভাবে বললাম না। সত্যি, তুমি যেখানে সব থেকে খুশির বন্ধুত্বকে আবিষ্কার করবে, তাঁর প্রতি তুমি প্রেমে পড়বে। যে তোমার সঙ্গে উচ্চস্বরে আড্ডা দেবে, যে তোমার সঙ্গে হাসবে, যে হাসাতে হাসাতে তোমার পেট ব্যথা করে দেবে, তোমার নাক লাল হয়ে উঠবে। শান্তি, স্বস্তির হাসি। জীবন খুব ছোট, তাঁকে ভালবেসো না, যে তোমায় বোকা বানিয়ে রেখে দেবে। মনে রাখবে, তাঁরাই তোমায় কাঁদাবে। এমন কেউ নয়, যে তোমায় ফেলে চলে যেতে পারে। এমন কাউকে খুঁজতে হবে, যে তোমার সঙ্গে সারা জীবন থেকে যাবে। প্রেম কখনও ফিকে হয় না। দীপিকার এই পোস্ট সকলের নজর কাড়ে।

দীপিকা পাড়ুকোন ব্যক্তি জীবনও ভীষণ আঘাত পেয়েছিলেন রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে এসে। অথচ তিনি এখন দিব্যি সংসার করছেন রণবীর সিং-এর সঙ্গে। দীপিকার এই পোস্ট দেখা মাত্র মোটেই চুপ থাকলেন না রণবীর সিং। স্ত্রীর আবেগঘন পোস্ট দেখে তিনিও হাজির কমেন্ট বক্সে, ইমোজি দিয়ে জাহির করলেন তাঁর মনের কথাও।