Deepika Padukone: পাঠান সেটে ফিরলেন দীপিকা, দুটো ছবি একসঙ্গে সামলাচ্ছেন অভিনেত্রী!
ব্যাক টু ব্যাক শুটিংয়ের সঙ্গে সঙ্গে, দীপিকা তাঁর ফাউন্ডেশন ‘লিভলাভলাফ’ এবং ‘দ্য দীপিকা পাড়ুকোন ক্লোসেট’ এর মাধ্যমে কোভিড মহামারীর ফ্রন্টলাইন কর্মীদের সহায়তা করার জন্যও কাজ করে চলেছেন।
দু’হাতে দুটি প্রোজেক্ট এবং দুটিকেই সমান তালে তিনি সামলে চলেছেন। তিনি দীপিকা পাডুকোন। বলিউডের প্রথম সারির অভিনেত্রীর মধ্যে অন্যতম। বর্তমানে দুটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। মুম্বইতে লকডাউন কিছুটা শিথিল হয়েছে এবং রাজ্যবাসী ফের নিজেদের জীবনযাপনে ফিরে আসছে।
View this post on Instagram
তাঁর ব্যস্ত ফিল্ম শিডিউল সম্পর্কে ঘনিষ্ঠ এক সূত্র বলেন, “লকডাউন শিথিল হতেই এবং ফিল্ম শুটিংয়ের অনুমতি দেওয়ার পরই, দীপিকা তৎক্ষণাত সেটে ফিরে এসেছিলেন।” সূত্রটি আরও জানিয়েছে, “তিনি এরই মধ্যে মুম্বইতে ‘পাঠান’ শুটিংয়ের একটি শিডিউল এবং শকুন বত্রার সঙ্গে তাঁর ছবির একটি শিডিউল শেষ করেছেন। তিনি এখন ‘পাঠান’ শুটের আরও একটি শিডিউল শুরু করতে চলেছেন। এ ছাড়াও ‘ফাইটার’ ছবির প্রাথমিক আলোচনা হয়েছে। পরের বছরের গোড়ার দিকে শুরু হতে পারে ছবির শুটিং।”
View this post on Instagram
ব্যাক টু ব্যাক শুটিংয়ের সঙ্গে সঙ্গে, দীপিকা তাঁর ফাউন্ডেশন ‘লিভলাভলাফ’ এবং ‘দ্য দীপিকা পাড়ুকোন ক্লোসেট’ এর মাধ্যমে কোভিড মহামারীর ফ্রন্টলাইন কর্মীদের সহায়তা করার জন্যও কাজ করে চলেছেন।
নাগ অশ্বিনের প্যান-ইন্ডিয়া প্রভাস অভিনীত ছবি, ‘দ্য ইন্টার্ন’ রিমেক, ‘মহাভারত’, ‘ফাইটার’ এবং ‘এইট্টি থ্রি’র পাশাপাশি ‘পাঠান’ এবং শকুন বাত্রার পরের ছবি দীপিকার পাইপলাইনে রয়েছে।