Deepika-Ranbir: ‘এও সম্ভব!’ প্রেমিকা প্রসঙ্গে এ কী বলছেন রণবীর? অবাক হয় শুনলেন দীপিকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 10, 2023 | 6:30 PM

Gossip: সেই অভিনেতার মুখেই মেয়েদের নামে প্রশংসা শুনে অবাক দীপিকা। সম্পর্কে মেয়েদের পক্ষে দাঁড়িয়ে রাণবীর যা বলেছিলেন সেদিন, তা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তিনি।

Deepika-Ranbir: এও সম্ভব! প্রেমিকা প্রসঙ্গে এ কী বলছেন রণবীর? অবাক হয় শুনলেন দীপিকা

Follow Us

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন এর মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। শোনা যায়, টানা ৮ বছর একে অপরকে ডেট করেছেন তাঁরা। সর্বত্র ছড়িয়ে গিয়েছিল এই জুটির নাম। তবে ভাগ্যে লেখা ছিল অন্য কাহিনি। হঠাৎই দীপিকার হাত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর কাপুর। এ সত্য সহ্য করতে পারিনি দীপিকা। রাতারাতি ভেঙে পড়েছিলেন তিনি, তবে একবার নয়, রণবীর কাপুর তাঁকে দু’দুবার ঠকিয়েছেন বলেই দাবি করেন অভিনেত্রী। রণবীরকে কটাক্ষ করতে গিয়ে একবার দীপিকা পাড়ুকোড় প্রকাশ্যে জানিয়েছিলেন, শারীরিক চাহিদা মেটাতেই বারবার রণবীর তাঁর কাছে ছুটে আসে।

সেই অভিনেতার মুখেই মেয়েদের নামে প্রশংসা শুনে অবাক দীপিকা। সম্পর্কে মেয়েদের পক্ষে দাঁড়িয়ে রাণবীর যা বলেছিলেন সেদিন, তা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন তিনি। ‘ইয়ে জওয়ানি হ্যা দিওয়ানি’ ছবির প্রচারে ঘটি কাণ্ড। এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে বলতে শোনা যায়, অপর মেয়ের জন্য নিজের প্রেমিকাকে ছেড়ে দেওয়া কখনওই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। এই বিষয়তে তিনি মোটেও মেনে নিতে পারেন না। রণবীরের মুখে এই কথা যেন ভূতের মুখে রাম নামের মত শুনিয়েছিল দীপিকার কাছে।

মুহূর্তে পাল্টে গিয়েছিল দীপিকার মুখের অবয়ব। বছর ঘুরলেও সম্পর্কে সমীকরণ পাল্টে গেলেও, এই ভিডিয়ো ক্লিপিং আজও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে উঠে আসে। নেটিজ়েনরা স্মৃতি হাতরে আবারও খুঁজে পেল এই ক্লিপিং। আর পুনরায় কটাক্ষের শিকার হতে হল রনবীর কাপুরকে। ঝড়ের গতিতে ভাইরাল এই ক্লিপিং যদিও এখন অতীত। কারণ বর্তমানে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছেন। তবে এক সঙ্গে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবির পর তাঁদের আর পর্দায় দেখা যায়নি। তাই ভক্তরা এখন মুখিয়ে রয়েছেন এই জুটির পুনরায় পর্দায় জুটি বাঁধার জন্য।

Next Article