‘বৈজু বাওরা’র রিমেক! বনসালী-দীপিকা ম্যাজিক আবার অনস্ক্রিন

শুভঙ্কর চক্রবর্তী |

May 24, 2021 | 11:31 PM

দীপিকা এবং বনসালী ‘গোলিয়ো কি রাসালীলা—রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবত’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

‘বৈজু বাওরা’র রিমেক! বনসালী-দীপিকা ম্যাজিক আবার অনস্ক্রিন
সঞ্জয়-বনসালী।

Follow Us

খবর ছিল একসঙ্গে ‘দেবদাস’ রিলিজের এত গুলো বছর পর আবার একসঙ্গে দেখা যেতে পারে কিং খান এবং সঞ্জয় লীলা বনসালীর অনস্ক্রিন ম্যাজিক! ছবির নাম ‘ইজ়হার’। এরই মাঝে এল আরেক নতুন খবর, সঞ্জয়ের পছন্দের অভিনেত্রী দীপিকার সঙ্গে আবার ছবি করত চলেছেন পরিচালক। ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারির’ পর ‘বৈজু বাওরা’য় মন দিতে চলেছেন সঞ্জয় লীলা বনসালী। আপাতত তিনি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যেতে পারে দীপিকাকে।

 

আরও পড়ুন বিতর্কের মুখে ‘দ্য ফ্যামিলি ম্যান-২’! ওয়েব সিরিজ দেখার অনুরোধ পরিচালক জুটির

 

এছাড়াও পরিচালক-অভিনেত্রী জুটির বেশ কয়েকটি বৈঠক হয়েছে যেখানে তাঁরা চরিত্র নিয়ে আলোচনা করেছেন। এখনও পর্যন্ত কোনও চুক্তি হয়নি এবং স্টেক হোল্ডাররা সম্মতি জানানোর পরে গোটা প্রক্রিয়া চুক্তিবদ্ধ হবে। সূত্রের খবর, “যেহেতু বনসালী বৈজু বাওরার করার পুণরায় সিদ্ধান্ত নিয়েছেন, তখন থেকেই তিনি দীপিকাকে ১৯৫২ সালের ডাকাত রানি রূপমতির চরিত্রে অভিনয় করার বিষয়ে স্পষ্ট ছিলেন। ছবি ও চরিত্র নিয়ে আলোচনার জন্য দীপিকা ও বনসালী উভয়ই একাধিক আলোচনা করেছেন এবং আলোচনাটি অন্তিম পর্যায়ে পৌঁছছে। চুক্তি এখনও করা হয়নি, স্টেকহোল্ডাররা পারস্পরিকভাবে কিছু বিষয়ে একমত হওয়ার পর চুক্তির প্রক্রিয়া চালু হবে। আপাতত যে ভাবে এগিয়ে চলছে তা ইতিবাচক। দীপিকা সম্মতিও প্রকাশ করেছেন।”

 

 

২০২২-এর মাঝামাঝি সময়ে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও, একটি টিম ইতিমধ্যে অভিনেতাদের ডেট নিয়ে কথাও শুরু করেছ। সূত্রের আরও খবর, “যদিও বনসালী বর্তমানে গাঙ্গুবাইয়ের এডিটিং ও পোস্ট-প্রোডাকশনে কাজ করছেন, তাঁর একটি টিম রয়েছে যাঁরা ‘বৈজু বাওরা’র প্রস্তুতির অংশের কাজ শুরু করে দিয়েছে। অন্যান্য অভিনেতাদের সঙ্গে কথাবার্তাও চলছে। বনসালী পুরো বিষয়টি লক করতেই গোটা কাস্টিংয়ের ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হবে।”

বৈজু ছাড়াও ফিল্মের চরিত্রে রয়েছেন গৌরী, তানসেন এবং আকবর, তা-ই ফিল্ম নির্মাতারাও কাস্টিংয়ের জন্য বেশ ওয়াকিবহাল। ফিল্মের মিউজিক নিয়ে কাজ করার কথাও বলা হচ্ছে, কারণ এটি বনসালীর ডিম প্রোজেক্ট। সুতরাং, তিনি ফিল্মে এক টুকরো ফাঁক রাখতে চান না। দীপিকা এবং বনসালী ‘গোলিয়ো কি রাসালীলা—রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবত’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

Next Article