বিতর্কের মুখে ‘দ্য ফ্যামিলি ম্যান-২’! ওয়েব সিরিজ দেখার অনুরোধ পরিচালক জুটির
তাঁরা সবার কাছে অনুরোধ করেন যে শো-টি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা আবশ্যক এবং তারপর সেটা দর্শক দেখুক। তাঁরা জানেন যে মানুষ একবার সিরিজটি দেখার পরে তাঁদের প্রশংসা করবেন।
‘দ্য ফ্যামিলি ম্যান-২’-এর ট্রেলার কয়েকদিন আগে রিলিজ করেছে এবং সারা দেশ জুড়ে একটি তুমুল সাড়া পেয়েছে। ৪ জুন অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রিমিয়ারের জন্য প্রস্তুত ছিল ‘দ্য ফ্যামিলি ম্যান-২’। কিন্তু মুক্তির আগে এই শো নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছিল। রাজ্যসভার সাংসদ ভাইকো ওয়েব সিরিজটির বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকারকে নিষেধাজ্ঞার জন্য অভিযোগ জানিয়েছিলেন। চিঠিতে তিনি লিখেছেন, ট্রেলারে তামিলবাসীদের সন্ত্রাসবাদী ও পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট হিসাবে দেখানো হয়েছে। এছাড়াও, এর আগে ’নাম তামিলার কাচ্চি’ (এনটিকে) প্রতিষ্ঠাতা সিমান একইভাবে নিষেধাজ্ঞার দাবি করেছিলেন, অভিযোগ করেছিলেন যে এটি তামিল এবং লিবারেশন টাইগারকে তামিল ইলমকে (এলটিটিই) সন্ত্রাসবাদী হিসাবে দেখায়।
আরও পড়ুন ‘যো জিতা উয়োহি সিকন্দর’ আমার জীবন বদলে দিয়েছে: দেবেন ভোজানি
এখন, ‘দ্য ফ্যামিলি ম্যান-২’-এর পরিচালক, রাজ এবং ডি কে একটি বিবৃতি জারি করেছেন যেখানে তাঁরা লিখেছেন যে ‘ট্রেলারটিতে কয়েকটি শট দেখে তার ভিত্তিতে কিছু অনুমান এবং ধারণা তৈরি করা হয়েছে। তাতে আরও লেখা হয়েছে: “আমাদের লিড কাস্টের সদস্যদের পাশাপাশি ক্রিয়েটিভ ও লেখকদের টিমের মূল সদস্যরা তামিলিয়ান। আমরা তামিল জনগণ এবং তামিল সংস্কৃতির অনুভূতি সম্পর্কে খুব সচেতন এবং আমাদের তামিল জনগণের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা ছাড়া কিছুই নেই। আমরা এই শো-টি বছরের পর বছর কঠোর পরিশ্রম সঙ্গে তৈরি করেছি এবং আমাদের শ্রোতাদের কাছে সংবেদনশীল, ভারসাম্যহীন ও উত্তেজনাপূর্ণ গল্পটি তুলে ধরতে আমরা কষ্টও করেছি— ঠিক যেমন শোয়ের প্রথম সিজনে আমরা করেছিলাম।
তাঁরা সবার কাছে অনুরোধ করেন যে শো-টি রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা আবশ্যক এবং তারপর সেটা দর্শক দেখুক। তাঁরা জানেন যে মানুষ একবার সিরিজটি দেখার পরে তাঁদের প্রশংসা করবেন।