খবরটা রটেছিল আগেই, অবশেষে জানা গেল সত্যিটা শুধু কি সত্যি? দীপিকাকে দেখে অবাক হয়ে গেলেন সকলেই। খোদ রণবীর সিং বলে উঠলেন, ‘আগুন লাগিয়ে দেবে’! রবিবার দুপুরে দীপিকা পুলিশ অফিসারের বেশে ছবি শেয়ার করে জানিয়ে দেন, রোহিত শেট্টির ‘সিংহম এগেন’-এ থাকছেন তিনি। এও জানান, ছবিতে তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি। দীপিকার ওই রূপ থেকে হতভম্ব হয়ে যান সকলেই। হাতে পিস্তল, এলোমেলো চুও। আর এক হাত দিয়ে একজনের মুখে বন্দুক ধরে আছেন— দেশে এর আগে ‘সিংহম, সিম্বা’দের দেখেছে ঠিকই, কিন্তু এত দুর্ধর্ষ মহিলা পুলিশের সংজ্ঞা কিন্তু নেহাতই কম। তাই দীপিকার ওই রূপ দেখে ভক্তমনেও বেড়েছে প্রত্যাশা। দীপিকা কতটা প্রত্যাশা মেটান এখন সেটাই দেখার।
প্রসঙ্গত, ‘সিংহম এগেইন’ নিয়ে ভক্তদের মনে ইতিমধ্যেই বেড়েছে উত্তেজনার পারদ। হবে নাই বা কেন? ছবিতে সিংহম অজয় দেবগণ তো থাকছেনই, এ ছাড়াও থাকছেন করিনা কাপুর, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। হায়দরাবাদে এই ছবির শুটিং হওয়ার কথা। এর আগে ছবির শুভ মহরতের ছবি শেয়ার করে রোহিত লিখেছিলেন, “১২ বছর আগে যখন সিংহম তৈরি করি তখন ভাবিনি এটি একটি পুলিশি দুনিয়া অর্থাৎ কপ ইউনিভার্স হতে চলেছে। এই কপ ফ্র্যাঞ্চাইজির ৫ নম্বর ছবিটি তৈরি করতে চলেছি। ব্যস, সবার ভালবাসা দরকার।” তবে শুধু সিংহমই নয়, পুলিশ নিয়ে আরও এক ছবি আনতে চলেছেন রোহিত। তবে তা ডিজিটাল প্ল্যাটফর্মে। ছবিতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয়।