রণবীরের সঙ্গে মুম্বই ফিরলেন করোনা মুক্ত দীপিকা পাড়ুকোন

স্বরলিপি ভট্টাচার্য |

May 23, 2021 | 9:54 PM

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীপিকার হাতে বেশ কয়েকটি বড় ছবির কাজ রয়েছে। যদিও করোনার কারণে সব শুটিং স্থগিত হয়ে গিয়েছে।

রণবীরের সঙ্গে মুম্বই ফিরলেন করোনা মুক্ত দীপিকা পাড়ুকোন
দম্পতি।

Follow Us

করোনা মুক্ত পাড়ুকোন পরিবার। রবিবার বেঙ্গালুরু থেকে মুম্বই ফিরলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh)। গত মাসে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, মা উজ্জ্বলা পাড়ুকোন এবং বোন অনিশা পাড়ুকোন করোনা আক্রান্ত হন। তাঁদের দেখভালের জন্য বেঙ্গালুরু যান দম্পতি। অবশেষে শহরে ফিরলেন তাঁরা।

করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দীপিকার বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়ার প্রকাশকে হাসপাতালে ভর্তি করতে হয়। কয়েকদিন টানা জ্বর থাকার পর সুস্থ হলে তাঁকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। এরপর দীপিকার আক্রান্ত হওয়ার খবরও প্রকাশ্যে আসে। যদিও এ নিয়ে নায়িকা প্রকাশ্যে মন্তব্য করেননি। এ দিন বিমানবন্দরে কালো পোশাকে দেখা যায় দম্পতিকে। দু’জনেরই মুখ মাস্কে ঢাকা ছিল। চোখে ছিল সানগ্লাস।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দীপিকার হাতে বেশ কয়েকটি বড় ছবির কাজ রয়েছে। যদিও করোনার কারণে সব শুটিং স্থগিত হয়ে গিয়েছে। কবে ফের শুটিং শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে রণবীর, দীপিকা অভিনীত ‘এইট্টি থ্রি’-ও তৈরি হয়ে রয়েছে। কপিল দেবের জীবনের উপর তৈরি এই ছবিতে দম্পতির পারফরম্যান্স দেখার অপেক্ষায় দর্শক। সে ছবি কবে মুক্তি পাবে, সে বিষয়ে নির্মাতারা এখনও কিছু জানাননি।

আরও পড়ুন, করিনা, করিশ্মার সঙ্গে বন্ধুদের সিক্রেট কী? শেয়ার করলেন মালাইকা

Next Article