ফের শুরু হল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নয়া জল্পনা। তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? এই প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। সুশান্ত সিং রাজপুত চলে গিয়েছেন ৩ বছর হল। ১৪ জুন, রবিবার আচমকাই বেলা ১টা নাগাদ মর্মান্তিক খবর আসে। গলায় ফাঁস অবস্থায় সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মেনে নিতে পারেননি অনেকেই। রাতারাতি শুরু হয়েছিল প্রয়াত অভিনেতার মৃত্যুর তদন্ত। একাধিক তথ্য উঠে এসেছিল প্রাথমিকভাবে, যা সময়ের সঙ্গে সঙ্গে ধামা চাপা পড়ে যায়। ময়নাতদন্তের সময় কেন ভিডিয়ো রেকর্ড করা হয়নি, সুশান্তের শরীরে মেলা একাধিক দাগ কীসের? এমন কি ফরেন্সিক টিমের এক সদস্য জানিয়েছিলেন, সুশান্তের উচ্চতা ঘরের সিলিং থেকে বিছানার উচ্চতার প্রায় সমান। তবে কীভাবে তিনি আত্মহত্যা করলেন? এই প্রশ্নগুলোকে হাতিয়ার করে বারবার প্রশ্ন তোলা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের পরিবার থেকে।
এখানেই রহস্যের ইতি নয়, যিনি শব দেহ ফ্ল্যাট থেকে নামিয়েছিলেন, তিনিও ফোনে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার মৃতদেহ বহু দেখেছেন তিনি। তবে সুশান্তের দেহ ঠিক তেমনটা ছিল না। সব মিলিয়ে প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নানা ধোঁয়াশা ছিল বিভিন্ন মহলে। যদিও একটা সময়ের পর সিবিআইয়ের তরফে সব রিপোর্ট প্রকাশ্যে এনে জানিয়ে দেওয়া হয়েছিল এটা আত্মহত্যা। তারপর থেকেই ধামা চাপা পড়ে যায় বিষয়টায়।
এবার সুশান্তের মৃত্যুর ঠিক তিন বছরের মাথায় তদন্তের অগ্রগতি কোন জায়গায় দাঁড়িয়ে, জানালেন মহারাষ্ট্রের ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়ণবীস। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই তদন্ত সম্পর্কিত বিভিন্ন তথ্যপ্রমাণ পুলিশের কাছে জমা করার কথাও বলা হয়েছে। তিনি আরও বলেন, সবটাই এতটা প্রাথমিক স্তরে রয়েছে যে এখনই কিছু বলা যাচ্ছে না। এরপরই আবারও সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে শুরু বিভিন্ন মহলে জল্পনা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সুশান্ত সিং রাজপুতের পরিবার।