Rohit Verma: ‘শাড়ি পরিয়ে, গায়ে মোম ঢেলে ধর্ষণ করেছে নিজের কাকু’, বিস্ফোরক রোহিত

Rohit Verma: এই মুহূর্তে বলিউডে রোহিত বেশ পরিচিত নাম। তিনি বিগবসেও অংশ নিয়েছিলেন কিছু দিন আগে।

Rohit Verma: শাড়ি পরিয়ে, গায়ে মোম ঢেলে ধর্ষণ করেছে নিজের কাকু, বিস্ফোরক রোহিত
বিস্ফোরক রোহিত

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 07, 2022 | 2:25 AM

 

বিস্ফোরক অভিযোগ বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার রোহিত বর্মার। মাত্র আট বছর বয়সে নিজের কাকু তাঁকে ধর্ষণ করেছেন– অভিযোগ তাঁর। এখানেই সেই বর্বরতার শেষ নেই। রোহিত জানিয়েছেন, শাড়ি পরিয়ে, গায়ে মোম ঢেলে তাঁর সঙ্গে করা হয়েছে অত্যাচার। এক-আধদিন নয় তিনি থেকে চার বছর ধরে চলে এই নিষ্ঠুরতা।

তাঁর কথায়, “খুব ভাল পরিবারের সন্তান আমি। কিন্তু আমার পরিবারের সদস্যদের কিছু পুরনো ধ্যানধারণা রয়েছে। আমার নিজের  কাকা আমায় ছোটবেলায় শারীরিক নির্যাতন করেছে। আমার আট বছর বয়সে সে আমায় ধর্ষণ করেছে”। রোহিত যোগ করেন, “আমায় শাড়ি পরিয়ে দিত। সারা গায়ে মোম মাখিয়ে দিত। তারপর ওই সব কাজকর্ম চলত। তিন-চার বছর ধরে এরকমটা চলতে থাকে। আমি বাবা-মাকে কোনওদিন বলতে পারিনি। কারণ, আমি খুব ভয় পেতাম।” মুম্বইয়ে যৌনকর্মী হিসেবেও কাজ করেছেন রোহিত। তা নিয়ে অবশ্য তাঁর কোনও আক্ষেপ নেই, জানিয়েছেন এই ফ্যাশন ডিজাইনার। সে সময় তাঁর অর্থের প্রয়োজন ছিল। আর সে কারণেই এই পেশা তিনি বেছে নিয়েছেন বলে জানিয়েছেন রোহিত।

এই মুহূর্তে বলিউডে রোহিত বেশ পরিচিত নাম। তিনি বিগবসেও অংশ নিয়েছিলেন কিছু দিন আগে। অতীতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা যদিও আজও ভাবায় তাঁকে। মনে পড়ে যায় সেই সব ঘটনার কথা। এর আগে এই ফ্যাশন ডিজাইনার বিগবসে তাঁর পছন্দের প্রতিযোগীর কথা জানিয়েছিলেন। জানিয়েছেন শেহনাজ গিলকে তিনি খুবই পছন্দ করেন। যদিও একই সঙ্গে বলেছিলেন, তাঁর মনে হয় না সিদ্ধার্থ কোনওদিন শেহনাজকে বিয়ে করবে বলে। সে নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। আবারও তিনি আলোচনার কেন্দ্রে। নেপথ্যে তাঁর অতীত।