এ যেন বাড়ি নয়, স্বপ্নপুরী, যেখানে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে অভিনেতা দেব আনন্দের। তিনি তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘ ৪০ বছর কাটিয়েছে জুহুর এই বাংলোয়। এবার সেই ঠিকানা মুছে ফেলার পালা। কারণ সেই বাংলো বিক্রি হয়ে গিয়েছে মোটা টাকায়। ১৯৫০সালে এই বাংলো তৈরি করা হয়েছিল। তখন সেই এলাকাটা ছিল গ্রাম্য। নিজের বাংলোর বিষয় একবার মুখ খুলেছিলেন অভিনেতা। বলেছিলেন, ”বরাবরই আমি একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করি। একা থাকতে পছন্দ করি। আর সেই কারণেই এই বাংলোটা নেইয়া। পাশে সৈকত নেই, সামনে কোনও পার্ক নেই, তবুও এই বাংলোটা আমার ভাল লাগত।” তবে সূত্রের খবর বর্তমানে এই বাংলোটি দেখাশোনা করার মতো কেউ নেই।
দেব আনন্দের দুই সন্তাই থাকে মু্ম্বইয়ের বাইরে। ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে উটিতে। তাই সবটা একা হাতে সবটা সমালে তোলা সম্ভবপর হচ্ছে না দেব আনন্দের পরিবারের পক্ষে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সম্প্রতিতে বেশ কয়েকটি সম্পত্তি বিক্রি করেছেন দেব আনন্দ। জুহুর প্রাইম লোকেশনে অবস্থিত এই বাংলো বিক্রি করে তিনি পেয়েছেন ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা। এই জায়গাতেই তৈরি করা হবে ২২ তলা একটি অ্যাপার্টমেন্ট।
একে একে মুম্বই নগরীর অনেক পরিচিতিই পাচ্ছে যাচ্ছে। যেমন কয়েকদিন আগেই বিক্রি হয়ে গিয়েছে আর কে স্টুডিয়ো। শোনা যায় সেখানে নাকি একটি শপিং মল তৈরি করা হবে। রণবীর কাপুর জানিয়েছিলেন এই স্টুডিয়োর খরচ বহন করা তাঁর পরিবারের পক্ষে আর সম্ভবপর হচ্ছিল না। সেই কারণেই পরিবারের সকলে মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এবার দেব আনন্দের বাড়ি ভাঙা পড়ার খবরে তাই আবেগঘন ভক্তরা। একদিন যে দরজার সামনে শত শত ভক্তের ভিড় জমত, তা বর্তমানে নিশ্চিহ্ন হতে বসেছে।