Dharmendra: ‘সব রাগ মিটিয়ে নেব…’, কেন শাবানার সঙ্গে কাজ করতে এত আগ্রহী ছিলেন ধর্মেন্দ্র?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 30, 2023 | 1:24 PM

Gossip: এই ছবিতে ধর্মেন্দ্র ও জয়া বচ্চন রণবীর সিং-এর মা-বাবার ভূমিকাতে অভিনয় করেছেন। অন্যদিকে শাবানা পাঠ করেছেন আলিয়া ভাটের মায়ের।

Dharmendra: সব রাগ মিটিয়ে নেব..., কেন শাবানার সঙ্গে কাজ করতে এত আগ্রহী ছিলেন ধর্মেন্দ্র?

Follow Us

বহুবছর পর পর্দায় এক সঙ্গে ধর্মেন্দ্র শাবানা আজমি। সদ্য রকি অউর রানি কি প্রেম কহানি ছবিতে দেখা গিয়েছে তাঁদের। এই জুটিকে এক সঙ্গে পাওয়াটা এই ছবির আরও এক বিশেষ বৈশিষ্ট্য। করণ জোহরের প্রস্তাব মোটেও ফেরাতে রাজি ছিলেন না ধর্মেন্দ্র। উল্টে স্থির করেছিলেন মনের কোণে জমে থাকা সমস্ত রাগ তিনি উগরে দেবেন এই ছবিতে। তবে কীসের এত রাগ তাঁর? সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটাই খোলসা করলেন অভিনেতা ধর্মেন্দ্র। স্পষ্ট জানিয়ে দিলেন, আমার মনে আছে আমরা একটা ছবিতে কাজ করছিলাম, যার নাম বিচ্ছু। তবে দুর্ভাগ্য বশত পরিচালক সাই পরঞ্জপয়ে ছবহির কাজ শেষ করলেন না। এবার স্থির করেছিলাম সেই সমস্ত রাগ মিটিয়ে নেব। এই ছবিতে ধর্মেন্দ্র ও জয়া বচ্চন রণবীর সিং-এর মা-বাবার ভূমিকাতে অভিনয় করেছেন। অন্যদিকে শাবানা পাঠ করেছেন আলিয়া ভাটের মায়ের।

ছবির প্রস্তাব ঠিক কী কারণে গ্রহণ করেছিলেন সেই প্রশ্ন এড়িয়ে গেলেও ধর্মেন্দ্র স্পষ্ট জানিয়ে দেন, তাঁর এই ছবির গল্প শুনে প্রথমেই মনে হয়েছিল, যে এই চরিত্রটা করণ জোহর তৈরি করেছিলেন কেবল তাঁর কথা মাথায় রেখেই। আর তিনি বহুদিন ধরেই করণ জোহরের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। এদিন রণবীর ও আলিয়া প্রসঙ্গেও মুখ খোলেন ধর্মেন্দ্র। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, রণবীর সিং একজন ভাল অভিনেতা। আলিয়াও ভীষণ পরিশ্রমি।

অন্যদিকে শাবানা আজমির সঙ্গে চুমু প্রসঙ্গেও এদিন মুখ খোলেন ধর্মেন্দ্র। চুমু খাওয়ার অভিজ্ঞতাই বা কেমন? মুখ খুললেন তিনি। তাঁর কথায়, “শুনলাম, শাবানা ও আমি দুজনেই দর্শকদের অবাক করেছি, শুনলাম অনেকেই প্রশংসাও করেছেন। আমার মনে হয় চুমুর যে এরকম দৃশ্য থাকতে পারে তা ওঁরা কল্পনাও করতে পারেননি, আর সেই কারণে ওই দৃশ্যটি তাঁদের উপর এরকম এক প্রভাব ফেলেছে।”

Next Article