Dharmendra Health: হাসপাতালে ধর্মেন্দ্র, ভুয়ো খবর উড়িয়ে অভিনেতার উপদেশ ‘বুরা মাত শুনো’

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 07, 2022 | 12:56 PM

Viral Video: অসুস্থ ধর্মেন্দ্র, গুজব উড়িয়ে এবার মুখ খুললেন প্রবীণ অভিনেতা, জানালেন কেমন আছেন তিনি।

Dharmendra Health: হাসপাতালে ধর্মেন্দ্র, ভুয়ো খবর উড়িয়ে অভিনেতার উপদেশ বুরা মাত শুনো
ধর্মেন্দ্র- ধর্মেন্দ্র মোট ছবি করেছেন ২৩৭টি, যার মধ্যে ৯৯টি ফ্লপ ছবির তকমা পেয়েছে।

Follow Us

প্রবীণ স্টারদের নিয়ে বরাবরই ভক্তদের মনে প্রশ্নের অভাব নেই। তাঁরা বর্তমানে কী করছেন, কেমন আছেন, কোথায় আছেন! প্রভৃতি। বিশেষ করে তাঁদের স্বাস্থ্যের খবর। সিনেদুনিয়ার নিত্য খবরের জেরে তাঁরা হয়তো শিরোনামে থাকেন না, তবে তাঁদের শারীরিক অবস্থার যে কোনও খবরই সামনে আসা মাত্রই তা ভাইরাল। কী হয়েছে, অবস্থা কেমন ডাক্তার কি বলছেন, মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় জায়গা করে নেয়। তেমনই ধর্মেন্দ্রর অসুস্থতার খবরও জায়গা করে নিয়েছিল বলিউডে। ঝড়ের গতিতে যা ভাইরাল হয়ে ওঠে। কয়েকমাস আগেই সামনে এসেছিল তাঁর অসুস্থতার খবর। হাসপাতালে গিয়েছিলেন তিনি রুটিন চেকআপের জন্য। তবে এবার আর তেমনটা ঘটেনি।

সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায়, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র। ঝড়ের গতিতে যে খবর হয়ে ওঠে ভাইরাল। সোশ্যাল মিডিয়ার পাতায় সেই খবর দেখে এবার মুখ খুললেন অভিনেতা। নিজেই জানালেন স্বাস্থ্যের খবর। ৪২ মিনিটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। চোখে মুখে বার্ধক্যের ছাপ থাকলেও শরীর তাঁর দিব্যি আছে। তিনি জানান, তিনি অসুস্থ নন। বার্তা দিলেন ভাল ভাবনার। বর্তমানে অভিনেতার বয়স ৮৬ বছর।

তবে শরীর নিয়ে যে ভুয়ো খবর রটেছে, তাতে জল ঢেলে তিনি বলেন, ‘বন্ধুরা, ভাল ভাবুন, জীবনে ভালই হবে। আমি চুপ আছি, তবে অসুস্থ নই। জল্পনা তো ছড়াতেই থাকবে। ১৯৬৯ সালে জনপ্রিয় ছবি আয়া সাওয়ান ঝুমকে-কে থেকে একটি সংলাপ তুলেও তিনি জানান, বুরা মত শুনো। একে অপরকে ভালবাসুন, একে অন্যের ভাল করুন। জীবন দেখবেন সুন্দর হয়ে উঠবে, বলে জানান ধর্মেন্ত্র।’

সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দেওয়ার পরই স্বস্তি পান ভক্তরা। শরীর স্বাস্থ্য ভাল আছে, জানতে পেরে  ভালবাসা ও শ্রদ্ধা জানাতে পিছপা হলেন না ভক্তরা। ধর্মেন্দ্র সম্প্রতি বেশ কিছু প্রজেক্টে কাজ করতে দেখা যায় তাঁকে। তবে করোনা পরিস্থিতিতে একেবারেই নিজের ফার্ম হাউসে বন্দি ছিলেন তিনি। নিজের হাতেই ফলাতেন সব্জি, ফল প্রভৃতি। যা নিয়ে ছবিও দিতেন তিনি নেট দুনিয়ার পাতায়।

Next Article