Dia Mirza: ক্যামেরা দেখেই আতঙ্কে মুখ লুকোলেন দিয়া মির্জার সৎ মেয়ে, কিন্তু কেন?
Dia Mirza: সামনে একঝাঁক ক্যামেরা। দিয়া মির্জাকে দেখেই তাঁরা শুরু করলেন হাঁকডাক। দিয়াও হেসে পোজ দিতে যাবেনই, এমন সময় ঘটল বিপর্যয়।

সামনে একঝাঁক ক্যামেরা। দিয়া মির্জাকে দেখেই তাঁরা শুরু করলেন হাঁকডাক। দিয়াও হেসে পোজ দিতে যাবেনই, এমন সময় ঘটল বিপর্যয়। একসঙ্গে অত ক্যামেরা দেখে আতঙ্কে মুখ ঢাকলেন নায়িকার সৎ মেয়ে। শুধু তাই নয়, ভয় পেয়ে মুখ লুকোলেন মায়ের পিছনেও। মেয়েকে এমন অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তে দেখে দিশেহারা হয়ে যান দিয়া নিজেও। মেয়েকেও আগলে রাখার চেষ্টা করেন যথাসাধ্য। শুধু তাই নয়, পাপারাৎজিদের অনুরোধ করতে থাকেন, যেন তাঁর মেয়েকে ভয় দেখানো না হয়।
সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়ো নিয়ে এই মুহূর্তে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড়। ছবি তুলতে না চাইতেও কেন বারংবার পাপারাৎজি হাজির সেখানে? উঠেছে সেই প্রশ্নও। দিয়া মির্জা কি বলতে শোনা গিয়েছে, ‘ও ভয় পাচ্ছে, ওকে ভয় দেখাবেন না।” যদিও ভাল করে ভিডিয়োটি দেখলে বোঝা যাবে, প্রথমে ছবি তুলতে গেলেও এর পর ছবি তোলা বন্ধ করে দেন ফটোগ্রাফাররা। ঠিক যেমন আলিয়া ভাট ও রণবীর কাপুরের ইচ্ছেকেও প্রাধান্য দিয়েছেন তাঁরা অতীতে। মেয়ে রাহার ছবি তুললেও তাঁর মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা।
২০২১ সালে বিয়ে করেন দিয়া। স্বামী বৈভব রেখি পেশায় ব্যবসায়ী। বিয়ের এক মাসের মধ্যেই বৈভবের প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন দিয়া। তাঁর নিজেরও এক সন্তান রয়েছে। কিন্তু সৎ মেয়েকে মাতৃস্নেহেও বড় করে তুলছেন দিয়া মির্জা।
#DiaMirza and her adorable daughter spotted in Bandra where her daughter shies away from the camera’s gaze.?With unwavering tenderness, Dia leads her towards the car and requests paps, “Don’t scare her, she’s just a child being photographed.”??✨ pic.twitter.com/MhG72OzdAn
— Take One Filmy (@TakeOneFilmy) August 4, 2023





