ফের খবরের শিরোনামে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিটি। কিন্তু তারকা আলিয়া ভাট কিংবা রণবীর সিংয়ের জন্য নয়। পরিচালক-প্রযোজক করণ জোহরের জন্যেও নয়। এবার শিরোনামে ছবির সেই বিরাট বাড়িটি, যেখানে রকি রানধাওয়ার (ছবিতে রণবীর সিংয়ের পরিবার) পরিবার থাকত। সেই বাড়িতে নাকি খুন হয়েছিলেন মাঝ বয়সি এক ব্যক্তি। তাঁর বয়স ছিল ৫৫ বছর। ব্যক্তির নাম অশোক যাদব। তাঁর পুত্রের শ্বশুর শেখরের হাতে হত্যা হয়েছিল অশোকের। ফার্ম হাউজ়ে উদ্ধার হয় ব্যক্তির মৃত দেহ। খুনের তদন্ত নাকি এখনও চলছে।
পুলিশ জানিয়েছে, “গৌর মালবেরি ফার্মহাউজ়ে আয়োজিত এক বিবাহ অনুষ্ঠানে অশোককে প্রাণে হত্যা করে শেখর। রাত সাড়ে ৯টা নাগাদ ঘটে সেই ঘটনা। অশোকের পুত্র এবং শেখরের কন্যার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল সেই সময়। তাঁদের ডিভোর্স হওয়ার কথা ছিল। দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছিল তীক্ততা। সেই তীক্ততার জেরেই অশোককে খুন করা হয়।”
এই খবরটি সামনে আসার পর থেকে ফের আলোচনা শুরু হয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে। ছবিতে রণবীর সিংয়ের পরিবার সেই বাড়ির বাসিন্দা। পঞ্জাবী পরিবার। রক্ষণশীল। ‘রানধাওয়া প্যালেস’ নাম দেওয়া হয়েছিল বাড়ির। বাস্তবে যা গৌর মালবেরি ফার্মহাউজ়। বৈভবে পরিপূর্ণ বাড়িটিও যেন হয়ে উঠেছিল ছবির এক চরিত্র। দর্শকের পছন্দ হয়েছিল সেই লোকেশন। কিন্তু এখন অন্য একটি কারণেও বাড়িটিকে চিনবেন সকলে। বলা হবে, সেই বাড়িটি যেখানে আলিয়া-রণবীর শুটিং করেছিলেন এবং সেখানে একটি খুনও হয়েছিল। সিনেমাকেও যেন হার মানাল এই ঘটনা।