AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখের কোন ছবিতে অভিনয় করেছে আব্রাম? জন্মদিনে জেনে নিন অজানা তথ্য

আট বছরে বয়সে আব্রাম সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ঠিকই। কিন্তু এর মধ্যেই সে অভিনয়ের ডেবিউ করে ফেলেছে, তা কি জানতেন?

শাহরুখের কোন ছবিতে অভিনয় করেছে আব্রাম? জন্মদিনে জেনে নিন অজানা তথ্য
আব্রাম খান।
| Updated on: May 27, 2021 | 2:15 PM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan) এবং গৌরী খানের বাড়িতে আজ উৎসবের মেজাজ। প্যানডেমিকের পরিস্থিতির মধ্যেও আজকের দিনটা কিছুটা আলাদা। কারণ আজ তাঁদের কনিষ্ঠ পুত্র আব্রাম খানের (AbRam Khan) জন্মদিন। আট বছর বয়স হল খুদের। খুশির মেজাজ গোটা পরিবারে।

২০১৩-এ সারোগেসির মাধ্যমে আব্রামের জন্ম। শোনা যায়, নির্দিষ্ট সময়ের কিছুদিন আগেই আব্রামের জন্ম হয়েছিল। সে কারণে প্রাথমিক পর্যায়ে বেশ কিছু দিন তাকে নাকি হাসপাতালেই রাখতে হয়। জন্মের পর থেকেই বলিউডের স্টার কিডদের তালিকায় প্রথম সারিতে চলে এসেছে খুদে। সোশ্যাল মিডিয়াতেও সে যথেষ্ট জনপ্রিয়।

আট বছরে বয়সে আব্রাম সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ঠিকই। কিন্তু এর মধ্যেই সে অভিনয়ের ডেবিউ করে ফেলেছে, তা কি জানতেন? শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয়ের হাতেখড়ি হয়ে গিয়েছে আব্রামের।

২০১৪-এ মুক্তি পেয়েছিল ফারহা খান পরিচালিত এই ছবি। শাহরুখ, দীপিকা ছাড়াও অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি, জ্যাকি শ্রফের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ ছিল সেই ছবি। কিন্তু তিন ঘণ্টার ছবিতে আব্রাম কোথায়? তাকে দেখার জন্য দর্শককে একেবারে শেষ পর্য্ত অপেক্ষা করতে হবে। ছবির এন্ড ক্রেডিটস্ দেখানোর সময় আব্রামকে সারপ্রাইজ হিসেবে অনস্ক্রিন দেখিয়েছিলেন ফারহা। গৌরীও সে ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় ছিলেন।

আব্রামের বলিউড ডেবিউ প্রসঙ্গে গৌরী আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাকে এবং আব্রামকে হ্যাপি নিউ ইয়ার-এ দেখা যাবে, এই সিদ্ধান্তটা হঠাৎই নেওয়া হয়েছিল। আমি শুটিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তখন শাহরুখ আর ফারহা সেটে আব্রামকে নিয়ে যাওয়ার জন্য বলে। আমি নিয়ে গিয়েছিলাম। ব্যাস, অনস্ক্রিন ওকেও দেখানো হল।”

শুধু আব্রাম নয়। হ্যাপি নিউ ইয়ার-এ নিজের তিন সন্তানকেও অনস্ক্রিন দেখিয়েছিলেন ফারহা।

আরও পড়ুন, ডান্স গুরু হিসেবে প্রথম কাজ, কতটা এনজয় করছেন সৌমিলি বিশ্বাস?