Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডান্স গুরু হিসেবে প্রথম কাজ, কতটা এনজয় করছেন সৌমিলি বিশ্বাস?

কয়েক মাস আগেই শেষ হয়েছে ধারাবাহিক ‘লোকনাথ’। সেখানে অভিনয়ের পর ফের টেলিভিশনে সৌমিলি।

ডান্স গুরু হিসেবে প্রথম কাজ, কতটা এনজয় করছেন সৌমিলি বিশ্বাস?
সৌমিলি বিশ্বাস।
Follow Us:
| Updated on: May 27, 2021 | 1:48 PM

গত ২২মে থেকে টেলিভিশনের পর্দায় ‘ডান্স বাংলা ডান্স’ দেখছেন দর্শক। নাচের বহু রিয়ালিটি শো এর আগেও টেলিভিশনের দর্শক দেখেছেন। কিন্তু এই শোয়ের কিছু অভিনবত্ব রয়েছে। তেমনই দাবি করলেন, অন্যতম মেন্টর অভিনেত্রী (Actress) সৌমিলি বিশ্বাস (Soumili Biswas)। তার উপর ডান্স গুরু হিসেবেও এটাই তাঁর প্রথম কাজ।

অভিনয়ের পাশাপাশি বহু বছর ধরেই নাচ সৌমিলির ভালবাসার জায়গা। রীতিমতো পারফর্মও করেন তিনি। ২০০৭-এ সেলেব্রিটি ডান্স রিয়ালিটি শো ‘ঝুম তারা রা রা’-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। তারপর আবার ‘ডান্স বাংলা ডান্স’-এ গুরুর ভূমিকায়। কয়েক মাস আগেই শেষ হয়েছে ধারাবাহিক ‘লোকনাথ’। সেখানে অভিনয়ের পর ফের টেলিভিশনে সৌমিলি।

সৌমিলি কথায়, “মেন্টর বা ডান্স গুরু হিসেবে এটা আমার প্রথম কাজ। টেকনিক্যালি ইন্টারেস্টিং। এখানে মা মেয়ে, বউমা শাশুড়ি, টিচার স্টুডেন্ট-এমন অনেক জুটি রয়েছে। একটা গ্রুপ রয়েছে, যার নাম আট ফোড়ন। আটজন আটটা জায়গা থেকে এসে গ্রুপ ফর্ম করেছেন। এ বারের কনসেপ্ট একদম অন্যরকম। প্রত্যেক মেন্টরের গ্রুপে ১০জন রয়েছেন। কোরিওগ্রাফাররা নাচ তোলাচ্ছেন। আমরা দেখে গ্রুম করছি। কার ড্র ব্যাক রয়েছে, কে আরও ভাল করতে পারবে, সেটা আমরা দেখে নিচ্ছি।”

সৌমিলি জানালেন, গত বছর লকডাউনের আগে তিনি একটি নাচের স্কুল খুলেছিলেন। কিন্তু আপাতত তা বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ভেবে দেখবেন। এই মুহূর্তে মেগা ধারাবাহিকের কথাও ভাবছেন না বলে জানালেন। সৌমিলির কথায়, “ডান্স বাংলা ডান্স তো মাসে চার-পাঁচদিনের শুটিং। কিন্তু মেগা ধারাবাহিকে অনেক বেশি শুটিং থাকবে। বাড়িতে বয়স্করা রয়েছেন। তাঁদের কথা ভেবেই এখনই মেগার কথা ভাবছি না।”

আরও পড়ুন, হঠাৎই বুকে ব্যথা, অ্যাঞ্জিওপ্লাস্টি হল অনুরাগ কাশ্যপের