Salman Khan: আত্মহত্যার প্রবণতা সলমনের? ভিতরের জমা কষ্ট উগরে দিলেন ভাইজান

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 08, 2023 | 5:07 PM

Salman Khan Mental Health: সলমন খানের এই পরিস্থিতি যে তাঁর সমস্যার ইতি টেনেছিল এমনটা নয়। সেই সময় তিনি এক কঠিন রোগের শিকার হয়েছিল। ২০০১ সাল, সম্পর্ক থেকে সলমন খান যখন বাধ্য হন বেরিয়ে যেতে তখনই তিনি এক কঠিন অসুখে ভুগতে শুরু করেন। নিজেই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে, আমি নার্ভের এক বিশেষ সমস্যায় ভুগছি।

Salman Khan: আত্মহত্যার প্রবণতা সলমনের? ভিতরের জমা কষ্ট উগরে দিলেন ভাইজান
তখন সলমন খান চাহিয়ে দিয়েছিলেন এক মজার শর্ত। তিনি টাইগার থ্রি থেকে এই দুনিয়ার অংশ হতে রাজি হয়ে গিয়েছিলেন।

Follow Us

সলমন খান, তাঁর কেরিয়ারে একাধিক কঠান সময় এসেছে। সেলিম পুত্র বলে বিশেষ কোনও ছাড় পাননি সলমন খান। নিজে স্ট্রাগেল করেই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছিলেন অভিনেতা। প্রথম ছবির পর অভিনেত্রীর অভিনয় থেকে সরে যাওয়া, ভাগশ্রীর এই সিদ্ধান্ত ভেঙে দিয়েছিল সলমন খানকে। এরপর দিনের পর দিন অপেক্ষা করা, সলমন খানকে কেউই যেন ছবির প্রস্তাব দিতে রাজি নন। কীভাবে সবটা সামলাবেন তিনি বুঝে উঠতে পারেননি। এখানেই শেষ নয়, এরপর জীবনে আসেন ঐশ্বর্য রাই বচ্চনের প্রেম। যা তাঁর জীবনে কতটা ঝড় তুলেছিল, তা কারও অজানা নয়। সেই সময়ও শোনা গিয়েছিল সলমন খান ঐশ্বর্যকে হুমকি দিয়েছিলেন তিনি মরে যাবেন। যদিও তাতে অভিমানের বরফ কখনও গলেনি।

সলমন খানের এই পরিস্থিতি যে তাঁর সমস্যার ইতি টেনেছিল এমনটা নয়। সেই সময় তিনি এক কঠিন রোগের শিকার হয়েছিল। ২০০১ সাল, সম্পর্ক থেকে সলমন খান যখন বাধ্য হন বেরিয়ে যেতে তখনই তিনি এক কঠিন অসুখে ভুগতে শুরু করেন। নিজেই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে, আমি নার্ভের এক বিশেষ সমস্যায় ভুগছি। এর নাম আত্মহত্যার প্রবণতাও বটে। এক্ষেত্রে সলমন খানের কথা বলতে সমস্যা হত। তিনি মুখে অসহ্য যন্ত্রণা অনুভব করতেন। তাই সামান্য মুখ খুলে দাঁত চিপে কথা বলার চেষ্টা করতেন। অনেকেই সময় সময় মনে করতেন যে তিনি মদ্যপান করে রয়েছেন। মদ্যপান করে সকলের সঙ্গে কথা বলছেন। কিন্তু আদপে তা নয়। সলমনের কথায়, তিনি রমদান-এর সময় মদ্য পান করতেন না। কিন্তু তাঁকে সেটাও শুনতে হয়েছে। কারণ তাঁর মুখের যন্ত্রণার জন্য তাঁকে এভাবেই কথা বলতে হত। তবে সেই সমস্যা কাটিয়ে উঠতে খুব বেশিদিন সময় নেননি ভাইজান। একবার দুবাইয়ে এক ছবির প্রচারে গিয়ে এই রহস্য নিজেই ভেদ করেন তিনি।