Dilip Kumar death LIVE Updates: ‘ট্র্যাজেডি কিং’-য়ের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, শোকপ্রকাশ অমিতাভ-অক্ষয়-মনোজের

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 07, 2021 | 11:05 AM

Dilip Kumar death: অভিনয়ের ক্য়ারিশ্মায় একের পর এক সিনেমা হিট করেছেন, রঙিন হয়েছে ব্যক্তিগত জীবনও। সেইসময় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাওয়ার রেকর্ডও।

Dilip Kumar death LIVE Updates: ট্র্যাজেডি কিং-য়ের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, শোকপ্রকাশ অমিতাভ-অক্ষয়-মনোজের
দেবদাস সিনেমায় দিলীপ কুমার

Follow Us

ছয় দশকের বেশি অভিনয় জীবন। ভারতীয় সিনেমা জগতের সর্বকালের সেরা অভিনেতা দিলীপ কুমারের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডের অন্দরে। বলিউডে তিনি ট্র্যাজেডি কিং নামে পরিচিত। ভারতীয় চলচ্চিত্র জগতে একটি যুগের যে অবসান ঘটল, তা বলাই বাহুল্য। বুধবার সকাল সাড়ে সাতটায়, মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চলতি মাসেই দুবার হাসপাতালে ভরতি করাতে হয়েছিল তাঁকে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় পাশে ছিলেন স্ত্রী সায়রাবানু।

কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন জানাচ্ছেন হিন্দি সিনেমার তারকা শিল্পীরা। স্বর্গযুগের রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় জানাতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের পালমোনোলেজিস্ট ড. জলিল পার্কার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুর কিছু ঘণ্টা পর তাঁর ভেরিফায়েড ট্যুইট প্রোফাইল থেকে দিলীপ কুমারের মৃ্ত্যুর খবর নিশ্চিত করা হয়। পাশাপাশি এও জানানো হয়, বুধবার বিকেল ৫টা নাগাদ জুহু কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হবে।

আরও পড়ুন: Dilip Kumar death LIVE Updates: ‘সিনেম্যাটিক কিংবদন্তী’ দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন মোদী-মমতার

দিলীপ কুমারের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশের ট্যুইট ভিড় করতে শুরু করে। জ্যাকিশ্রফ, অক্ষয় কুমার, অজয় দেবগন, তুষার কাপুর, অনিল কাপুর, অমিতাভ বচ্চন, আরশাদ ওয়ারসি, জন আব্রাহাম, মনোজ বাজপেয়ী, রেনুকা শাহানে, ভিকি কৌশল, পরেশ রাওয়াল, সানি দেওল প্রমুখরা কিংবদন্তী অভিনেতাকে শেষশ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন।

 

১৯২২ সালে ১১ ডিসেম্বর অবিভক্ত পাকিস্তানের পেশোয়ারে দিলীপ কুমার তথা মহম্মদ ইউসুফ খানের জন্ম। জন্ম পাকিস্তানে হলেও পরিবারের সঙ্গে পুনেতে চলে এলে পড়াশোনা, কেরিয়ার শুরু হয় এই দেশেই। চল্লিশের দশকে ভারতীয় সিনেমায় মহম্মদ ইউসুফ খান বদল করে দিলীপ কুমার নাম নিয়ে প্রথম পা রাখেন তিনি। অভিনয়ের ক্য়ারিশ্মায় একের পর এক সিনেমা হিট করেছেন, রঙিন হয়েছে ব্যক্তিগত জীবনও। সেইসময় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পাওয়ার রেকর্ডও। তবে সিনেমায় পা দিয়েই যে তিনি দারুণ সাফল্য পেয়েছেন তা মোটেই নয়। ১৯৪৭ সালে যুগনু সিনেমায় আসে জীবনের প্রথম সাফল্য। তারপর আর পিছনে তাকাতে হয়নি। মেলা, শাহিদ, দেবদাস, দাগ, দিদার, জোগান, হালচাল, বাবুল, মধুমতী, গঙ্গা-যমুনা, লিডার, আদমি, মুঘল-ই-আজমের মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর অসামান্য অভিনয় দক্ষতার জন্য পদ্ম বিভূষণ, পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এছাড়া পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান- নিশান-ই-ইমতিয়াজে ভূষিত হয়েছিলেন।

Next Article