কথায় বলে ‘পুরনো চাল ভাতে বাড়ে’। আর পুরনো শাহরুখ? তাঁকে দেখতেও আজও প্রেক্ষাগৃহে সিনেমা হলে ভিড় করেন দর্শক, শোনা যায় শিসধ্বনি, গা বয়ে নামতে থাকে রোম্যান্টিকতার চোরা স্রোত। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পিভিআর, আইনক্সসহ মাল্টিপ্লেক্সগুলি আবারও শাহরুখের আইকনিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আবার ফিরিয়ে এনেছে তাদের প্রেক্ষাগৃহে। গত শুক্রবার মুক্তি পেয়েছে ওই ছবি। বক্সঅফিস অব ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ওই ছবি আয় করেছিল আড়াই লক্ষ টাকা। কিন্তু ১১ ফেব্রুয়ারি আসতেই বদলে গিয়েছিল সব হিসেব নিকেশ। ওই ছবি আয় করে ১০ লক্ষ টাকা। অন্যদিকে ১২ ফেব্রুয়ারিও ওই একই রকম আয় হয় ছবিটির। সব মিলিয়ে সপ্তাহান্তে ‘ডিডিএলজে’র আয় প্রায় ২২ লক্ষের কাছাকাছি। প্রেমদিবসেও প্রেক্ষাগৃহে থাকছে ওই ছবি। নির্মাতারা আশা করছেন ৬০ লক্ষের কাছাকাছি বিক্রি হবে টিকিট। শাহরুখ যে এখনও রাজা সে প্রমাণই যেন মিলেছে।
এই মুহূর্তে ক্লাউড নাইনে শাহরুখ খান। তাঁর কামব্যাক ছবি ‘পাঠান’ ১০০০ কোটি ছুঁতে চলেছে। প্রথম থেকেই শাহরুখের এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। সিনেমার অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও।
গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা (BJP Leaders)। যদিও বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে বয়কট ট্রেন্ড কিছুটা সামলানো গেলেও ‘পাঠান’-এর ভবিষ্যৎ যে কী হবে তা নিয়ে সন্দিহান ছিলেন সকলেই। তবে মুক্তি পেতেই দেখা গেল এ ছবি সুপারহিট, এখনও দৌড় জারি। ‘পাঠান’ ঝড় কোথায় গিয়ে থাকে এখন সেটাই দেখার