দিন কয়েক আগে হঠাৎই বুকে হালকা ব্যথা অনুভব করেন বলিউড (Bollywood) পরিচালক তথা প্রযোজক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের এক হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, অনুরাগের শারীরিক অবস্থা বিবেচনা করে অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত তিনি স্থিতিশীল।
অনুরাগের মুখপাত্র সংবাদমাধ্যমে জানান, বুকে ব্যথা অনুভূত হওয়ায় অনুরাগকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর তাঁর হার্টে ব্লক দেখতে পান চিকিৎসকরা। তাৎক্ষণিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুরাগের মুখপাত্র সাংবাদিকদের বলেন, “দু-সপ্তাহ আগে হঠাৎই বুকে ব্যথা হয় অনুরাগের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অ্যাঞ্জিওগ্রাফি করানো হয়। হার্টে কয়েকটা ব্লক পান চিকিৎসকরা। তারপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত অন্তত এক সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামের থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।”
অনুরাগের হাতে রয়েছে ‘দোবারা’র পোস্ট প্রোডাকশনের কাজ। ‘মনমর্জিয়া’র পরে আবার এই ছবিতে তিনি তাপসী পান্নুর সঙ্গে কাজ করছেন। শাশ্বত চট্টোপাধ্যায়ও এই ছবিতে অভিনয় করেছেন। আপাতত দ্রুত সুস্থ হয়ে ফের অনুরাগ কাজে ফিরুন, সেটাই প্রার্থনা অনুরাগীদের।
আরও পড়ুন, ‘প্রাক্তন’-এ অপরাজিতার চরিত্রে প্রথমে অন্য অভিনেত্রীর কথা ভেবেছিলেন পরিচালক জুটি?