‘প্রাক্তন’-এ অপরাজিতার চরিত্রে প্রথমে অন্য অভিনেত্রীর কথা ভেবেছিলেন পরিচালক জুটি?
ছবিতে দর্শক যা যা দেখেছেন, প্রথমে তা হওয়ার কথা ছিল না। প্রথমে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত পরে বদলে ফেলেছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। পাঁচ বছর পরে সে সব অজানা তথ্য শেয়ার করলেন তাঁরা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তম-সুচিত্রা পরবর্তী যুগের সেরা জুটি। অন্তত এমনটাই মনে করেন সিনে দর্শকের বড় অংশ। ২০০১ পর্যন্ত বহু হিট ছবি ইন্ডাস্ট্রিকে উপহার দেওয়ার পর হঠাৎই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন তাঁরা। নিজের নিজের মতো করে ছবি করছিলেন দু’জনেই। কিন্তু একসঙ্গে নয়। তাঁদের ফের একসঙ্গে করেছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। সৌজন্যে তাঁদের পরিচালিত ছবি ‘প্রাক্তন’।
২০১৬-এ মুক্তি পেয়েছিল ‘প্রাক্তন’। পাঁচ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ছবিটি। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল সে ছবি। প্রসেনজিৎ, ঋতুুপর্ণা তো বটেই, অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) পারফরম্যান্সও মনে রেখেছেন দর্শক। কিন্তু ছবিতে দর্শক যা যা দেখেছেন, প্রথমে তা হওয়ার কথা ছিল না। প্রথমে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত পরে বদলে ফেলেছিলেন শিবপ্রসাদ-নন্দিতা। পাঁচ বছর পরে সে সব অজানা তথ্য শেয়ার করলেন তাঁরা।
পরিচালকদ্বয় জানিয়েছেন, প্রসেনজিৎ, ঋতুপর্ণার পাশাপাশি প্রথমে নাকি ‘মালিনি’র চরিত্রের জন্য অর্পিতা চট্টোপাধ্যায়ের কাছে অফার গিয়েছিল। পরে ‘মালিনি’র চরিত্র পূর্ণ রূপ পাওয়ার পর তাঁদের মনে হয়, অর্পিতা নন, অপরাজিতা আঢ্যকে এই চরিত্রে বেশি মানাবে। অর্পিতা সে কথা জানানোর পর তিনিও সম্মত হয়েছিলেন। আর ‘মালিনি’ তথা মলির চরিত্রে অপরাজিতা কেমন পারফর্ম করেছিলেন, তা তো দর্শকের জানা।
আরও পড়ুন, ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বাঁচাতে অভিনব পদক্ষেপ নিলেন দেবিনা
‘প্রাক্তন’-এর চিত্রনাট্য শিবপ্রসাদ এবং নন্দিতা নাকি তৈরি করে ফেলেছিলেন ২০০৩-এরও আগে। তাঁদের ডেবিউ ছবি ‘ইচ্ছে’-র আগে তৈরি ছিল ‘প্রাক্তন’-এর চিত্রনাট্য। প্রথম থেকেই প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে কাস্ট করার কথাই ভেবেছিলেন তাঁরা। ঋতুপর্ণাকে সে সময় অফারও করা হয়েছিল। কিন্তু তিনি সে সময় নাকি এই চরিত্রের জন্য তৈরি ছিলেন না। ফলে ছবিটা করতে রাজি হননি। এতে হাল ছাড়েননি শিবপ্রসাদ-নন্দিতা। ১৩ বছর পরে তাঁরা ফের সেই ছবিই পরিচালনা করেন। তখন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, দু’জনকেই রাজি করাতে পেরেছিলেন।
‘প্রাক্তন’ যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, ট্রেন জার্নির একটা বড় অংশ রয়েছে। জাতীয় পুরস্কার বিজয়ী আর্ট ডিরেক্ট নীতিশ রায় তৈরি করে দিয়েছিলেন সেই নকল ট্রেন। পরিচালক জুটির দাবি, নকল ট্রেনে যে তাঁরা শুটিং করেছিলেন, তা নাকি অনেকেই বুঝতে পারেননি। এমনকি ছবির প্রিমিয়ারে আইআরসিটিসি-র প্রধান দেবাশিস চন্দ্র গিয়েও নাকি সেটে নকল ট্রেন তৈরি করে শুটিং হয়েছে, তা বুঝতে পারেননি।
আরও পড়ুন, পাঁচ বছর আগে এই দিনেই ‘প্রাক্তন’-এর সঙ্গে দেখা হয়েছিল ঋতুপর্ণার