Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বাঁচাতে অভিনব পদক্ষেপ নিলেন দেবিনা

একেবারে নতুন রকমের পদক্ষেপ নিলেন দেবিনা। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর তাগিদে বিভিন্ন প্রোডাক্ট বিনা পারিশ্রমিকে প্রোমোট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বাঁচাতে অভিনব পদক্ষেপ নিলেন দেবিনা
দেবিনা বন্দ্যোপাধ্যায়।
Follow Us:
| Updated on: May 26, 2021 | 10:18 PM

করোনা আতঙ্কে বিধ্বস্ত গোটা দেশ। আক্রান্ত এবং মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তার উপর লকডাউন। কাজ হারাচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে অনেকেই সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের মতো করে এ বার বাকিদের সাহায্য করতে এগিয়ে এলেন দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)।

দেবিনা পেশায় মডেল এবং অভিনেত্রী। যে কোনও ইন্ডাস্ট্রির মতোই করোনা এবং লকডাউনের ফলে তুমুল ক্ষতিগ্রস্থ হয়েছে এই দুনিয়ায়। তাই একেবারে নতুন রকমের পদক্ষেপ নিলেন দেবিনা। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর তাগিদে বিভিন্ন প্রোডাক্ট বিনা পারিশ্রমিকে প্রোমোট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় দেবিনার ফলোয়ারদের সাহায্যে বাকিদের সাহায্য করতে চান দেবিনা। হেলথ কেয়ার, ফ্যাশন, ইন্টিরিয়র ডিজাইন, রিলেশনশিপ সংক্রান্ত পরামর্শ- বিভিন্ন দিকে দেবিনার ফলোয়ারদের আগ্রহ রয়েছে। এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বিনা পারিশ্রমিকে প্রোমোশনের সিদ্ধান্ত নিলেন দেবিনা। তিনি মনে করেন, এই লকডাউনের পরিস্থিতিতে এ ভাবে অন্তত কিছু ছোট ব্যবসা তিনি বাঁচাতে পারবেন।

দেবিনার কথায়, “সময়টা কারও জন্যই খুব সহজ নয়। ফ্যাশন হাউজ, বিভিন্ন ব্র্যান্ডগুলোও সমস্যায় পড়েছে। সোশ্যাল মিডিয়াই তো আমাকে ইনফ্লুয়েন্সার তৈরি করেছে। আমি এই পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে প্রোডাক্ট পাঠান। আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে তার প্রোমোশন করে দেব বিনা পারিশ্রমিকে।”

আরও পড়ুন, শ্বেতা-অভিনবের ঝামেলার জেরে আক্রমণ, সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট করলেন পলক