শ্বেতা-অভিনবের ঝামেলার জেরে আক্রমণ, সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট করলেন পলক
পলকের ইনস্টাগ্রামে প্রায় এক লক্ষের উপর ফলোয়ার ছিল। তিনি নিয়মিত কিছু না কিছু পোস্ট করতেন। কিন্তু হঠাৎই তিনি অ্যাকাউন্ট ডিলিট করে দেন।
পলক তিওয়ারি। হিন্দি টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি এবং তাঁর প্রথম স্বামী রাজা চৌধুরির সন্তান। শ্বেতা এবং রাজার বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পর শ্বেতার সঙ্গেই থাকেন পলক। সম্প্রতি শ্বেতা এবং তাঁর দ্বিতীয় স্বামী অভিনবের কলহ প্রকাশ্যে এসেছে। তার প্রভাব পড়ছে পলকের উপরও। সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হচ্ছে পলককে। সে কারণে বাধ্য হয়ে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিলেন বলে খবর।
পলকের ইনস্টাগ্রামে প্রায় এক লক্ষের উপর ফলোয়ার ছিল। তিনি নিয়মিত কিছু না কিছু পোস্ট করতেন। কখনও সেলফি, কখনও বা পারিবারিক ভিডিয়োতে দেখা যেত পলককে। কিন্তু হঠাৎই তিনি অ্যাকাউন্ট ডিলিট করে দেন। এর কারণ হিসেবে শ্বেতা-অভিনবের ঝামেলার জেরে তাঁর প্রতি কুরুচিকর আক্রমণকেই দায়ি করছেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ। যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি পলক।
শ্বেতা এবং অভিনবের বর্তমান সমস্যা নিয়ে দিন কয়েক আগে রাজার মতামত জানতে চাওয়া হলে রাজা বলেন, “আমার এবং অভিনবের সঙ্গে যা যা নিয়ে শ্বেতার সমস্যা তৈরি হয়েছে, দুটোর ধরনই এক। সে কারণেই শ্বেতাকেও একই কথা সকলে জিজ্ঞেস করছেন। শ্বেতা ভাল স্ত্রী এবং ভাল মা। আমি বলব, এটা ওর দুর্ভাগ্য যে ওর ক্ষেত্রে ইতিহাসের পুনরাবৃত্তি হল। দ্বিতীয় বিয়েও কোনও কারণে টেকেনি। কিন্তু তার জন্য ও খারাপ মানুষ, এটা বলা ঠিক নয়।”
শ্বেতা দিন কয়েক আগে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তিনি অভিনবের বিরুদ্ধে আগেই গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। ওই ভিডিয়োতে তারই প্রমাণ রয়েছে বলে দাবি করেন শ্বেতা। সেই ভিডিয়োর কারণেই বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে আসে। জাতীয় মহিলা কমিশনের তরফে মুম্বই পুলিশকে একটি চিঠি দিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়। কমিশনের তরফে টুইট করা হয়েছে, রিপোর্ট হওয়া এই ঘটনাটি কমিশনের নজরে এসেছে। তাদের তরফে বিবেচনা করে দেখা হবে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ইতিমধ্যেই এ বিষয়ে মহারাষ্ট্রের ডিজিপিকে চিঠি দিয়েছেন। যত দ্রুত সম্ভব আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন, ‘প্রথম জীবনের কিছু মিষ্টি স্মৃতি’ শেয়ার করলেন শ্রীমা ভট্টাচার্য