AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunny Deol: ‘ইন্ডাস্ট্রি যা করেছে সানির সঙ্গে…’, ধর্মেন্দ্র পুত্রকে নিয়ে বিস্ফোরক কথা পরিচালকের

Rajkumar Santoshi on Sunny Deol: তারকা পরিবার থেকে আসার পরও ভাল ছবির অফার পেতে অনেক বেগ পেতে হয়েছিল সানি দেওলকে। কিন্তু তিনি কোনওদিনও হাল ছাড়েননি। বলেছেন, "আমি কিন্তু তারকা হওয়ার জন্য ছবিতে অভিনয় করতাম না। আমি অভিনয় করতাম অভিনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য। বাবার ছবিগুলো দেখেছি। ওই ধরনের ছবিতেও আমি কাজ করতে চেয়েছিলাম।"

Sunny Deol: 'ইন্ডাস্ট্রি যা করেছে সানির সঙ্গে...', ধর্মেন্দ্র পুত্রকে নিয়ে বিস্ফোরক কথা পরিচালকের
সানি দেওল (বাঁ দিকে), পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে সানি
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 11:21 AM
Share

বরাবরের মতো এবারও গোয়ায় চলছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে আমন্ত্রিত বলিউড তারকা সানি দেওল। সেখানে তাঁর কেরিয়ার নিয়ে অনেক কথা বলেছেন ধর্মেন্দ্রর জ্যেষ্ঠপুত্র। সানি জানিয়েছেন, তিনি খুবই ভাগ্যবান এক ব্যক্তি। দারুণ কিছু ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। যদিও তাঁর কিছু ছবি বক্স অফিসে চলেছে এবং কিছু চলেনি। বলেছেন, “এই ছবিগুলোর জন্যই আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি।” সেই সঙ্গে এও বলেছেন, ‘গদর’-এর জন্যই ভাল ছবি পেতে মুশকিলে পড়তে হয়েছিল তাঁকে। এবং যে-যে ছবিতে কাজ করেছিলেন, সেগুলি সবক’টা ভাল পারফর্মও করেনি বক্সঅফিসে।

তারকা পরিবার থেকে আসার পরও ভাল ছবির অফার পেতে অনেক বেগ পেতে হয়েছিল সানি দেওলকে। কিন্তু তিনি কোনওদিনও হাল ছাড়েননি। বলেছেন, “আমি কিন্তু তারকা হওয়ার জন্য ছবিতে অভিনয় করতাম না। আমি অভিনয় করতাম অভিনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য। বাবার ছবিগুলো দেখেছি। ওই ধরনের ছবিতেও আমি কাজ করতে চেয়েছিলাম।”

তবে পরিচালক রাজকুমার সন্তোষীর মনে হয়েছিল, হিন্দি ছবির জগৎ সানিকে ঠিক মতো ব্যবহার করতেই পারেনি। যে ধরনের কাজ তাঁর পাওয়ার কথা ছিল, সেগুলি তিনি পাননি। রাজকুমার বলেছিলেন, “ইন্ডাস্ট্রি সানির পাশে ছিল না। কিন্তু ঈশ্বর ছিলেন। তিনিই সানির বিচার করেছেন।”

গোয়ায় আয়োজিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সানি। মঞ্চে দাঁড়িয়ে তিনি কেঁদেও ফেলেছিলেন। সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ২০২৩ সালে মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘গদর’ ছবির সিকুয়্যেল ‘গদর ২’। ছবিটি বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে। তারপর থেকে পরপর ছবির অফার আসছে সানির কাছে। আমির খানের প্রযোজনা সংস্থার তৈরি ‘১৯৪৭, লাহোর’ ছবিতে প্রধান চরিত্রে সানি। রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতেই তাঁকে দেখা যাবে হনুমানের চরিত্রে।