দিশা পাটানির দেখা মিলল বিমানবন্দরে। এদিন তিনি ক্রপ টপ এবং প্যান্টে নজর কাড়লেন। তবে সমস্যা সৃষ্টি করল তাঁর লুক। ভক্তরা দিশার ফিটনেসের প্রশংসা করলেও তার মুখ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাঁদের ধারনা সত্যি হয়তো দিশা অস্ত্রোপচার করেছে। আবারও প্লাস্টিক সার্জারি…। ” দিশার মুখে কি হয়েছে?’ কমেন্ট বক্সে দেখা গেল নেটিজ়েনদের প্রশ্ন। “ফেস পে সার্জারি,” অন্য একজন ভক্ত মন্তব্য করে বসলেন। “জিমে না বিমানবন্দরে যাচ্ছেন?” অন্য এক ট্রোলার ব্যঙ্গের ছলে সপাট প্রশ্ন ছুড়ে দিলেন। অনেকে আবার লাইকের বন্যা ভরিয়ে দিলেন।
কাজের চাপে এখন দিশা বেজায় ব্যস্ত। তাঁকে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের আগামী প্রজেক্টে দেখা যাবে। প্রজেক্ট কে ছাড়াও, দিশাকে এক ভিলেন রিটার্নস-এও দেখা যাবে, যেটির শুটিং তিনি সম্প্রতি শেষ করেছেন। ছবিতে আরও অভিনয় রয়েছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর এবং তারা সুতারিয়া। টি-সিরিজ এবং বালাজি টেলিফিল্মস দ্বারা যৌথভাবে প্রযোজিত, ছবিটি ২০১৪ সালের চলচ্চিত্র এক ভিলেনের একটি সিক্যুয়েল, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ এবং শ্রদ্ধা কাপুর অভিনয় করেছিলেন।
এটাই শেষ নয়, পাইপলাইনে থাকা সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত যোদ্ধা ছবিতেও দেখা যাবে দিশাকে। তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে গেলে, দিশা টাইগার শ্রফের সঙ্গেই এখন দিব্যি প্রেম করছেন। বেশ কয়েক বছর ধরেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে, তারা এটি প্রকাশ্যে আনতে নারাজ।
মার্চ মাসে তাঁর জন্মদিনে, দিশাকে একটি ভিডিয়ো শেয়ার করতে ইনস্টাগ্রামে দেখা গিয়েছিলেন। তিনি তাঁকে ‘সবচেয়ে সুন্দর সোল’ বলে উল্লেখ করেন। ফলে সম্পর্কে বিচ্ছেদের যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা বর্তমানে যে অতীত, সেই বিষয় কোনো দ্বিমতের অবকাশই নেই। তবে দিশার ফিটনেসে বুঁদ থাকা ভক্তরা এখন অপেক্ষায় রয়েছে কবে তিনি আগামী ছবিতে অ্যাকশন স্টার হিসেবে নিজেকে তুলে ধরবেন। টাইগারের বান্ধবীই বটে। প্রতিটা পদে পদে টাইগারের সঙ্গে টেক্কা দিয়ে তিনি নিজের ভিডিয়ো সামনে এনে চলেছেন। যেখানে তাঁকে জিম লুকে নজর কাড়তে দেখা যায়।