Disha-Tiger: ভাঙা প্রেম জুড়ল এভাবেই? বিচ্ছেদের পর প্রথম বার এই কাজ দিশা-টাইগারের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 02, 2023 | 6:51 PM

Disha-Tiger: গত বছরেই দিশা পাটানি ও টাইগার শ্রফের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এও শোনা যায়, দায়িত্ব এড়াতেই নাকি দিশার থেকে আলাদা হয়েছেন দিশা।

Disha-Tiger: ভাঙা প্রেম জুড়ল এভাবেই? বিচ্ছেদের পর প্রথম বার এই কাজ দিশা-টাইগারের
টাইগার-দিশা।

Follow Us

 

গত বছরেই দিশা পাটানি ও টাইগার শ্রফের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এও শোনা যায়, দায়িত্ব এড়াতেই নাকি দিশার থেকে আলাদা হয়েছেন দিশা। দিশা নাকি বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সম্পর্ককে এখনই আগে নিয়ে যেতে কিছুতেই রাজি ছিলেন না, রটেছিল তখন। এর পর অনেক দূর জল গড়িয়েছে। দিশার জীবনেও নতুন পুরুষ আসার খবর রটে, টাইগারও প্রকাশ্যে এক অভিনেত্রীকে ভাল লাগার কথা জানিয়েছিলেন। তবে প্রায় এক বছর কাটতেই এ কী! বিচ্ছেদের পর প্রথম বার আবারও একসঙ্গে তাঁরা। দিল্লিতে এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল তাঁদের। শুধু তাই নয়, অনুষ্ঠানে পৌঁছে পাশাপাশি বসতেও দেখা গেল তাঁদের। এসেছিলেন ও একই সঙ্গে, একই বিমানে। হাজির ছিলেন টাইগার বোন কৃষ্ণা শ্রফ ও মা আয়েশাও শ্রফও। তাঁদের সঙ্গেও হাসি-মজা করতে দেখা গেল দিশাকে। তবে কি ভাঙা সম্পর্ক জোড়া লাগল। নাকি এ নেহাতই পেশাগত নৈকট্য? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কী হতে চলেছে অদূর ভবিষ্যতে এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, টাইগার ও দিশা কোনওদিনই প্রেমের কথা স্বীকার করেননি। অস্বীকারও করেননি প্রেমের কথা। ২০১৯ সালেই প্রথম তাঁদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়। ভ্যালেন্টাইন্স ডে’র দিন দুজনেই ইনস্টাগ্রামে আংটির ছবিও শেয়ার করেছিলেন। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন তাঁদের বাগদান সারা হয়ে গিয়েছে। এর পর যদিও টাইগারের নাম জড়ায় শ্রদ্ধা কাপুরের সঙ্গে। যদিও টাইগার জানিয়ে দেন, শ্রদ্ধা তাঁর ক্রাশ, তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। সেলুলয়েডে প্রেম ভাঙার উদাহরণ অনেক। কিন্তু প্রেম জোড়া লাগার উদাহরণ খুব একটা নেই– দিশা ও টাইগার কী করেন, এখন শুধু সেটাই দেখার।

Next Article