‘জ়িরো’ মুক্তি পাওয়ার পর ৪ বছর বড় পর্দা থেকে গায়েব ছিলেন ‘বাদশাহ’ শাহরুখ খান। ছবি ফ্লপ হওয়ার পর হেরে যাওয়ার তাড়নায় বিরতি নিয়েছিলেন তিনি। তারপর তাঁর ঝলক পাওয়া যায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। ছবিতে ছিল শাহরুখের ক্যামিও উপস্থিতি। এক অস্ত্র-রক্ষকের চরিত্রে দেখা যায় তাঁকে। তাঁর ছিল বেশকিছু মারামারির দৃশ্যও। বানর-অস্ত্রের রক্ষক হিসেবে ছিল বেশকিছু লাফালাফির সিকোয়েন্সও। সেই সমস্ত দৃশ্যে শাহরুখ নিজে অভিনয় করেননি। করেছিলেন তাঁর এক বডি ডবল। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর তোলপাড় ফেলে দেয় কিংয়ের সেই বডি ডবলের পরিচয়। তাঁর নাম হাসিত সাভানি। এবার আলোচনার কেন্দ্রে শাহরুখের আরও এক বডি ডবল।
৫৭ বছর বয়স শাহরুখ খানের। তিন বছর পর প্রবীণ নাগরিকের তকমা পাবেন তিনি। এই বয়সে হঠাৎই রোম্যান্টিক হিরোর তকমা ছেড়ে দক্ষিণী স্টাইলের অ্যাকশন করছেন রজনীকান্তের মতো। তাঁকে মারাপিট করতে হচ্ছে খুবই। ‘পয়সা উসুল’ করতে হচ্ছে সেভাবেই। আমজনতার হয়তো মনে হচ্ছে সবটাই শাহরুখ করছেন নিজে-নিজে। কিন্তু না, অ্যাকশন হিরো তিনি নন। অন্য অনেক দেশি-বিদেশি তারকার মতো তাঁরও বডি ডবল ব্যবহার করা হয় ছবিতে। হাসিত সাভানির পর তাঁর আরও এক বডি ডবলকে নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
চলতি বছর ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা ইতিমধ্যেই জানেন, বাবা ও ছেলের দ্বৈত চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ। ছবির দেশ ও সমাজভিত্তিক গল্পে ভরপুর অ্যাকশন রয়েছেন কিং খানের। দুর্দান্ত মারামারির সিকোয়েন্স রাখা হয়েছে। আর শাহরুখের বডি ডবল হিসেবে কাজ করেছেন প্রশান্ত ওয়াল্ডে। বিগত ১৭ বছর ধরে কিং খানের বডি ডবলের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে এতখানি লাইমলাইটে এসেছেন এই প্রথম। তাঁকে নিয়ে আলোচনা এখন সর্বত্র। নেটদুনিয়ায় ছবি এবং ভিডিয়োর ছড়াছড়ি।
অবিকল শাহরুখের মতোই দেখতে প্রশান্তকে। কেবল তাই নয়, শিল্পী শাহরুখের বড় ভক্তও। ‘জওয়ান’-এ যেহেতু মারামারির দৃশ্য প্রচুর এবং শাহরুখের দ্বৈত চরিত্রও রয়েছে, তাই প্রশান্তকে ছাড়া কিছুতেই সম্পূর্ণ হত না শুটিং। কিং খানকে নানাভাবে সাহায্য করেছেন প্রশান্ত। ছবির একটি দৃশ্যে দেখা যায়, তাঁর বাবাকে জড়িয়ে ধরছেন শাহরুখ। যেহেতু দ্বৈত অভিনয়, তাই বাবার পিছন থেকে শটে ছিলেন প্রশান্ত। যখন ছেলে হয়ে শাহরুখ অভিনয় করছিলেন, প্রশান্ত ছিলেন বাবার ভূমিকায়। আবার যখন বাবা হয়ে কিং অভিনয় করছিলেন, ছেলে সেজেছিলেন প্রশান্ত। দর্শকের কিন্তু মনে হয়েছে দুটি চরিত্রেই শাহরুখ নিজে অভিনয় করেছিলেন। কিন্তু চেহারার সাদৃশ্য এবং প্রশান্তের অভিনয় শৈলীর কারণে দর্শক কিছুই বুঝে উঠতে পারেননি।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়ে ২৬ সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ ১৯ দিনের মাথাতেই ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘জওয়ান’। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানয়া মালহোত্রা, প্রিয়মণির মতো তারকারা।