Ayushmann Khurrana: সপ্তাহান্তে ব্যাপক বিক্রি, বেঁচে উঠল ‘ডক্টর জি’, আয় হল কত?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 18, 2022 | 3:47 AM

Ayushmann Khurrana: শুরুটা ভাল হয়নি মোটেই। পঞ্চাশ লক্ষ টাকার অগ্রিম টিকিট বিক্রি হলেও প্রথম দিনে আয়ের অঙ্ক বিশেষ ছিল না আয়ুষ্মান খুরানা অভিনীত 'ডক্টর জি'র ।

Ayushmann Khurrana: সপ্তাহান্তে ব্যাপক বিক্রি, বেঁচে উঠল ডক্টর জি, আয় হল কত?
আয় হল কত?

Follow Us

শুরুটা ভাল হয়নি মোটেই। পঞ্চাশ লক্ষ টাকার অগ্রিম টিকিট বিক্রি হলেও প্রথম দিনে আয়ের অঙ্ক বিশেষ ছিল না আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ডক্টর জি’র । কিন্তু ওই যে, বলিউডের প্রবাদ, ‘কন্টেন্টই আসল রাজা’। সেই কন্টেন্টেই বাজিমাত করেছেন আয়ুষ্মান। শুক্রবারের থেকে শনি ও রবি এই দুই দিনেই আয় বেড়েছে এই ছবির। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের টুইট জানাচ্ছে, প্রথম দিনে ওই ছবিটি আয় করেছিল ৩.৮৭ কোটি টাকা। শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫ কোটি ২২ লক্ষ, অন্যদিকে রবিবার হিসেবটা গিয়ে দাঁড়ায় ৫ কোটি ৯৪ লক্ষতে। এই মুহূর্তে ওই ছবির আয় ১৫ কোটি ৩ লক্ষ টাকা। মন্দার বাজারে যা নেহাত মন্দ নয়।

তবে ছবির ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে চতুর্থ দিনের আয় বেশ গুরুত্বপূর্ণ। ওই দিনই নির্ধারিত হবে ছবি হিট নাকি ফ্লপের আওয়ায় ফেলা হবে। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, দিল্লি ও পূর্ব পঞ্জাবে আয়ুষ্মানের ছবিটি রমরমিয়ে চলছে। ছবিটির পরিচালক অনুভূতি কাশ্যপ, যিনি সম্পর্কে চিত্র পরিচালক অনুরাহ কাশ্যপের বোন। ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম উদয় গুপ্ত। তিনি পেশায় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এক পুরুষ স্ত্রীরোগ বিশেষজ্ঞকে নিয়ে তৈরি এই ছবির ট্রেলারই জানান দিয়েছিল তা হাস্যরসে ভরপুর।

এই বছরটা আয়ুষ্মানের একেবারেই ভাল যাচ্ছে না। অন্য ধারার ছবি বেছে নেওয়া আয়ুষ্মানের ‘চন্ডিগড় করে আশিকি’ থেকে শুরু করে ‘অনেক’ বক্স অফিসে ফ্লপ হয়েছে। শোনা গিয়েছিল, প্রযোজকের কথা মাথায় রেখে নাকি পারিশ্রমিক বেশ খানিকটা কমিয়ে দিয়েছেন আয়ুষ্মান। তাই এই ছবির বাণিজ্য যে তাঁর কেরিয়ারে বেশ প্রভাব ফেলবে, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

Next Article