Ayushmann Khurrana: সোমবারেই ভরাডুবি! সপ্তাহান্তে ভাল ফল করলেও শেষরক্ষা হল না আয়ুষ্মানের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 18, 2022 | 4:16 PM

Ayushmann Khurrana: বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, দিল্লি ও পূর্ব পঞ্জাবে আয়ুষ্মানের ছবিটি রমরমিয়ে চলছে। ছবিটির পরিচালক অনুভূতি কাশ্যপ, যিনি সম্পর্কে চিত্র পরিচালক অনুরাহ কাশ্যপের বোন।

Ayushmann Khurrana: সোমবারেই ভরাডুবি! সপ্তাহান্তে ভাল ফল করলেও শেষরক্ষা হল না আয়ুষ্মানের
শেষরক্ষা হল না আয়ুষ্মানের

Follow Us

শনি-রবিবার তুখোড় পারফরম্যান্স ছিল আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘ডক্টর জি’। নির্মাতারা আশা করেছিলেন মন্দার বাজারে হয়তো ছবি টেনে নিয়ে যেতে পারবেন আয়ুষ্মান। কিন্তু হল ঠিক তার উল্টো। তীরে এসে ডুবল তরী। শেষ রক্ষে হল না ছবিটির। ট্রেড অ্যানালিস্টরা অন্তত তেমনটাই মনে করছেন। শনি-রবি ছুটির দিন। এমনিতেই ওই দিনে ভাল বিক্রি হয় সিনেমার টিকিটের। সোমবারেই সাধারণত নির্ধারিত হয় ভাগ্য। অর্থাৎ কাজের দিনেও মানুষ সময় বের করে ছবিটি দেখতে আসছেন কিনা তা বোঝা যায় স্পষ্ট ভাবে। কিন্তু সোমবার আসতেই দেখা গেল ওই ছবি আয় করেছে মাত্র দেড় কোটি টাকা। অন্যদিকে মুক্তির দিন অর্থাৎ শুক্রবার ওই ছবির আয় ছিল ৩.৮৭ কোটি টাকা। শনিবার তা বেড়ে দাঁড়ায় ৫ কোটি ২২ লক্ষ, অন্যদিকে রবিবার হিসেবটা গিয়ে দাঁড়ায় ৫ কোটি ৯৪ লক্ষতে।

যদিও বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছে, দিল্লি ও পূর্ব পঞ্জাবে আয়ুষ্মানের ছবিটি রমরমিয়ে চলছে। ছবিটির পরিচালক অনুভূতি কাশ্যপ, যিনি সম্পর্কে চিত্র পরিচালক অনুরাহ কাশ্যপের বোন। ছবিতে আয়ুষ্মানের চরিত্রের নাম উদয় গুপ্ত। তিনি পেশায় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এক পুরুষ স্ত্রীরোগ বিশেষজ্ঞকে নিয়ে তৈরি এই ছবির ট্রেলারই জানান দিয়েছিল তা হাস্যরসে ভরপুর।

এই বছরটা আয়ুষ্মানের একেবারেই ভাল যাচ্ছে না। অন্য ধারার ছবি বেছে নেওয়া আয়ুষ্মানের ‘চন্ডিগড় করে আশিকি’ থেকে শুরু করে ‘অনেক’ বক্স অফিসে ফ্লপ হয়েছে। শোনা গিয়েছিল, প্রযোজকের কথা মাথায় রেখে নাকি পারিশ্রমিক বেশ খানিকটা কমিয়ে দিয়েছেন আয়ুষ্মান। তাই এই ছবির বাণিজ্য যে তাঁর কেরিয়ারে বেশ প্রভাব ফেলবে, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

Next Article