আরবাজ মার্চেন্ট, শাহরুখ পুত্র আরিয়ানের ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু। অন্যদিকে মুনমুন ধামেচা পেশায় মডেল। প্রমোদতরী মাদককাণ্ডে আরিয়ানের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তাঁদের। আরিয়ানের জামিনের মঞ্জুরের সঙ্গে সঙ্গে তাঁদেরও জামিনের রায় দিয়েছিলেন প্রধান বিচারক। জামিন সংক্রান্ত অফিসিয়াল কাজকর্ম মিটিয়ে শনিবার আরিয়ান বাড়ি ফিরলেও শনিবার রাতও জেল হেফাজতে কাটাতে হয়েছে আরবাজ ও মুনমুনকে। জেল সূত্রে খবর, রিলিজ অর্ডার জমা দিতে দেরি হওয়াতেই শনিবার রাতেও মুক্তি মেলেনি তাঁদের। এমতাবস্থায় আজ অর্থাৎ রবিবার জামিন সংক্রান্ত নিয়ামাবিধি শেষ করে বাড়ি ফিরবেন তাঁরা।
এই মুহূর্তে আরবাজ বন্দি রয়েছেন আর্থার রোড জেলে অন্যদিকে মুনমুন রয়েছেন মুম্বইয়ের বাইকুল্লা জেলে। প্রসঙ্গত, আরবাজের জেলবন্দি জীবন নিয়ে দিন কয়েক আগেই এক সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁর বাবা। এক মাসের মধ্যেই নাকি সাত কেজি ওজন কমে গিয়েছে এমনটাই দাবি করেছিলেন তাঁর বাবা আসলাম মার্চেন্ট। তিনি এও যোগ করেন, “ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও আমায় জড়িয়ে ধরতে চেয়েছিল। পারেনি… আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি। অসহায় লাগছে, আমি তো একজন বাবা।” জানিয়েছিলেন আরিয়ানের জন্যও চিন্তিত তাঁর ছেলে। বলেছিলেন, “আরিয়ানের জন্যও চিন্তিত আমার ছেলে। আমি যখন জেল ছাড়ছি আরবাজ আমায় বলে আরিয়ানকে ও কখনওই একা রেখে বের হতে পারবে না। ওর কাছে বন্ধুত্বর থেকে বড় কিচ্ছু নেই।” যদিও আরিয়ান বাড়ি ফিরে গেলেও আরবাজ এখনও জেলেই রয়েছেন।
শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের ঘোষণা হতেই আবহাওয়াই বদলে গিয়েছে মন্নতের অন্দরে। শুক্রবারই সকালেই পথচলতি মানুষের চোখে পড়েছিল মন্নতের সমুদ্রমুখী বারান্দায় চলছে জোর আয়োজন। সন্ধে গড়াতেই চোখে পড়ে সুসজ্জিত আলোকসজ্জা। শোনা যাচ্ছে, দাদার জেলমুক্তির কারণে নাকি খুব শীঘ্রই নিউ ইয়র্ক থেকে বাড়ি ফিরতে চলেছেন বোন সুহানা।
সূত্র বলছে বাবার জন্মদিন ও দিওয়ালি সেলিব্রেশনের জন্য আগে থেকে নভেম্বরের শুরুতেই ভারতে আসার কথা ছিল তাঁর। কিন্তু পরিবারের সাম্প্রতিক ঝড়ের কারণে পরিবার থেকেই এই মুহূর্তে তাঁকে ভারতে আসতে নিষেধ করা হয়। তবে গত দু’দিনে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আরিয়ান বাড়ি ফিরেছেন, দাদাকে স্বাগত জানাতে বোনও ফিল্ম স্কুল থেকে মন্নতে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছেন। অন্যদিকে শাহরুখও জন্মদিন কাটিয়ে আবারও কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন বলেই খবর।
আরও পড়ুন, Rafiath Rashid Mithila: প্রিয়জনদের নিয়ে হ্যালোইন পার্টি করলেন মিথিলা