Shahrukh Khan: নতুন ফন্দি আঁটছেন বাদশাহ, ‘ডাঙ্কি’ নিয়ে বড় ভাবনা শাহরুখের
Dunki: সূত্রের খবর, ২১ শে ডিসেম্বর, গোটা দিন চলবে ছবির শো। তখন, এমনিতেই বড়দিনের ছুটিতে মজবে গোটা বিশ্ব। তাই, শুক্রবার থেকে রবিবার এই ছুটির দিনেই, পকেট ভারী করে নেওয়ার পরিকল্পনাই করে ফেলেছেন নির্মাতারা। 'ডাঙ্কি'ও যে সুপারহিট হবে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে এখনই।
এখনও অব্যাহত ‘জওয়ান’ (Jawan) ঝড়। মুক্তির ১৮ দিনেই লাভের অঙ্ক ছুঁয়েছে ১০০০ কোটি। তবে এতেই সন্তুষ্ট নন শাহরুখ খান (Shahrukh Khan)। এঁটে ফেলেছেন আরও বড় ফন্দি। সব ঠিক থাকলে চলতি বছরের ২২ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বাদশাহ অভিনীত ছবি ‘ডাঙ্কি।’ তবে জানা যাচ্ছে, বিশ্ববাজারে মুক্তির একদিন আগেই মুক্তি পাবে এই ছবি। অর্থাৎ বিশ্ববাজারে আরও বড় ব্যবসা করতে চলেছে এই ছবি।
‘জওয়ান’-এর রেশ কাটেনি, কাটার কথাও নয় যদিও। এবার তার মাঝেই পরবর্তী ছবি ‘ডাঙ্কি’ নিয়ে বড় ফন্দি এঁটে ফেলেছেন ‘জওয়ান’-এর আজাদ। বিশ্ববাজারে ভারতে মুক্তির একদিন আগে, অর্থাৎ ২১ শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। রাজকুমার হিরানি পরিচাবিত এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর নির্মাতাদের এই সিদ্ধান্তকে ভারতীয় সিনেমার অফার হিসেবেই মনে করছেন স্টকহোল্ডাররা। ‘জওয়ান’-এর সময় দক্ষিণের বাজারে জোর দিয়েছিলেন বাদশাহ। তবে এবার বড় বাজারে পা বাড়াতে চলেছেন তিনি। পাখির চোখ এখন ডিসেম্বরে।
সূত্রের খবর, ২১ শে ডিসেম্বর, গোটা দিন চলবে ছবির শো। তখন এমনিতেই বড়দিনের ছুটিতে মজবে গোটা বিশ্ব। তাই, শুক্রবার থেকে রবিবার এই ছুটির দিনেই, পকেট ভারী করে নেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন নির্মাতারা। ‘জওয়ান’-এর মতো ‘ডাঙ্কি’ও যে সুপারহিট হবে তা যেন বলে দিচ্ছে দর্শকদের উন্মাদনা। তবে ‘জওয়ান’-কে কি ছাপিয়ে যেতে পারবে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি? তা দেখার জন্য ধৈর্য ধরে বসতে হবে ডিসেম্বর পর্যন্ত।