অর্থ পাচারে যুক্ত থাকার অভিযোগে সব্যসাচী, মনীশ, রীতুকে ইডির তলব

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 24, 2021 | 6:55 AM

শোনা যাচ্ছে, দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তিন ফ্যাশন ডিজাইনারকে আলাদা ভাবে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

অর্থ পাচারে যুক্ত থাকার অভিযোগে সব্যসাচী, মনীশ, রীতুকে ইডির তলব
মনীশ, রীতু এবং সব্যসাচী।

Follow Us

বিপাকে দেশের তিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়, মনীশ মালহোত্রা এবং রীতু কুমার। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তলব করল এই তিন প্রথম সারির ফ্যাশন ডিজাইনারকে। অভিযোগ, পাঞ্জাব বিধানসভার প্রাক্তন বিরোধী নেতা সুখপাল সিং খারিয়ার সঙ্গে অর্থ পাচারে যুক্ত এই তিন ব্যক্তিত্ব। ড্রাগ পাচার, ভুয়ো পাসপোর্ট চক্র চালানোর অভিযোগে ইতিমধ্যেই সুখপালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

সূত্রের খবর, চলতি সপ্তাহেই ইডির কর্তারা এই তিন ফ্যাশন ডিজাইনারকে প্রশ্ন করবেন। সুখপালের সঙ্গে তিনজনেরই বিপুল পরিমাণে অর্থ আর্থিক লেনদেন হয়েছে বলে অভিযোগ। ইডির এক শীর্ষ কর্তা সাংবাদিকদের বলেন, “আমরা জানতে পেরেছি ২০১৮-১৯ সালে সুখপাল কয়েক লক্ষ টাকা নগদ এই তিন ডিজাইনারকে দিয়েছিলেন। সেই আর্থিক লেনদেনের বিষয়েই তাঁদের প্রশ্ন করা হবে।”

পাঞ্জাব থেকে ওই ব্যক্তি কেন বিপুল পরিমাণ নগদ টাকা সব্যসাচী, রীতু এবং মনীশকে পাঠিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তিন ফ্যাশন ডিজাইনারকে আলাদা ভাবে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যদিও অন্য এক সূত্রের দাবি, সুখপালের পারিবারিক কোনও অনুষ্ঠানের জন্য পোশাক তৈরি করে দিয়েছিলেন এই তিন ডিজাইনরা। সে কারণেই নগদ মূল্যে তাঁদের পারিশ্রমিক দেওয়া হয়। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত তিন ডিজাইনারের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, প্রয়োজন হলে তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে।

আরও পড়ুন, করোনার কারণে বিয়ের দিন বাতিল হওয়ায় আর বিয়ে না করার সিদ্ধান্ত রিচা-আলির?

Next Article