Ram Gopal Varma: ‘বম্বের বেশিরভাগ পরিচালক বান্দ্রার বাইরে কী হচ্ছে জানেনই না, দক্ষিণে উল্টো’

Apr 04, 2022 | 9:10 PM

পাঁচতারা হোটেল, একগুচ্ছ আয়োজন, প্রায় ৩০ বছর পর কলকাতায় রাম গোপাল ভার্মা। উপলক্ষ তাঁর পরবর্তী ছবি ‘ডেঞ্জারাস’-এর ট্রেলার লঞ্চ। বলিউড, দক্ষিণী ছবি, ঊর্মিলা মাতোন্ডকর থেকে নয়না গঙ্গোপাধ্যায়--TV9 বাংলার সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মজলেন 'সরকার', 'সত্যা'র পরিচালক ইন্ডাস্ট্রির 'আরজিভি'।

Ram Gopal Varma: বম্বের বেশিরভাগ পরিচালক বান্দ্রার বাইরে কী হচ্ছে জানেনই না, দক্ষিণে উল্টো
গ্রাফিক- অভিজিৎ বিশ্বাস।

Follow Us

কলকাতায় ফেরত আসতে ৩০ বছর লেগে গেল! 

প্রথম ছবি ‘শিবা’র সময় কলকাতায় আসি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল ছবিটি। তারপর আসা হয়নি। কলকাতা কখনও আমাকে সেভাবে ধরা দেয়নি। শহরটাকে সেভাবে দেখাই হয়ে ওঠেনি।

ভারতের ‘কালাচারাল ক্যাপিটাল’ আপনাকে আকর্ষণ করতে ব্যর্থ হল কেন? 

আমার কোনও ছবিতেই তো কালচার বা সংস্কৃতি মুখ্য হয়ে ওঠেনি। আমার কাছে সবসময় চরিত্র, মানসিকতাই মুখ্য হয়ে উঠেছি, তাই কোনও জায়গার কালচার কি বোঝাতে চায়, তাতে আমার কিছুই যায় আসেনি।

আপনার ছবি ‘ডেঞ্জারাস’ মুক্তি পাচ্ছে, কতটা ডেঞ্জারাস আরজিভির ‘ডেঞ্জারাস’?

(একটু ভেবে) এতদিন সবাই ছেলে-মেয়ের প্রেম দেখেছে। প্রথম বার ক্রাইম ড্রামায় মুখ্য ভূমিকায় সমকামী মহিলা। তাঁরা লেসবিয়ান এটা কিন্তু আমার ছবি বক্তব্য নয়। মূল ছবি ক্রাইম ড্রামা।

ছবিতে এত খোলামেলা দৃশ্য, সেন্সর বোর্ড থেকে সমস্যা হয়নি? 

সেন্সর বোর্ডের সবসময় দু’টো জিনিসে সমস্যা। এক, থিম। দুই অডিয়ো ভিজুয়াল কাট। থিমের ক্ষেত্রে বলি, ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ নয়। তাই আমার ছবির থিমেও অসুবিধে ছিল না আর দ্বিতীয় ক্ষেত্রে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম সেন্সর বোর্ড দেরি করবে, ঝামেলা হবে। কিন্তু আমায় ভুল প্রমাণ করে দিয়েছেন তাঁরা।

সমকামিতা নিয়ে ট্যাবু ভাঙছে বলছেন? 

১০০ শতাংশ ভাঙছে। অবশ্যই ‘ফায়ার’-এর সময় যে দর্শক ছিলেন, আজ সেই দর্শক নেই। যদিও দর্শককে জেনারালাইজ় করায় আমার আপত্তি রয়েছে। প্রত্যেকের চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা আলাদা। তাই আমার ছবি দেখে যে সবাই খুশি হবে এমনটাও তো নয়, আমিও তো সবাইকে খুশি করতে আসিনি।

দক্ষিণী ছবি বলিউডে  ৭০০ কোটি তুলে নিচ্ছে, এ দিকে বলিউডের ভাঁড়ার শূন্য, বলিউডে কি হিরোইজমের অভাব দেখা যাচ্ছে? 

বলিউডে পারিশ্রমিকের পিছনে খরচ হয়, দক্ষিণে ছবি-নির্মাণের পিছনে খরচা। রাজামৌলি বা যে কাউকেই ধরুন না কেন। তাঁরা জোর দিচ্ছেন ছবির চোখ ঝলসানো দৃশ্যায়ন, ভিএফএক্সের উপর। ওই দায়িত্বটাই বলিউডের নেই। বলিউডের বেশিরভাগ পরিচালকের বাস জুহু থেকে সাউথ বম্বের মধ্যে। দেশের বাকি অংশে কী হচ্ছে তাঁরা জানেন না। কিন্তু দক্ষিণী পরিচালকেরা সাধারণের অনেক কাছের। ওঁদের চিন্তাভাবনাটাই তো আলাদা।

গ্যাংস্টারদের ‘ঘরের লোক’ হিসেবে তুলে ধরেছে আপনার ছবি, লাইফ থ্রেট পেয়েছেন? 

ওরাও তো মানুষ। তাদের কথা তুলে ধরলে আনন্দ তাদেরও হয়।

অফিসে আপনার ঘরের আলাদা আলাদা নাম রয়েছে, কোনওটির নাম দাউদ ইব্রাহিম, আবার কোনওটি ডোনাল্ড ট্রাম্প, এমনটা কেন? 

হা… হা… হা… জাস্ট ফর ফান। (একটু থেমে) আসলে আমার মনে হয়েছে ওই সব মানুষেরা জীবনে কোনও না কোনও সময়ে আমার জীবনে অবদান রেখে গিয়েছে।

অনেক বছর আগে বলেছিলেন, ঊর্মিলার সৌন্দর্যে আপনি মোহিত, তিনি কি আজও আপনাকে একই ভাবে মুগ্ধ করেন? 

রঙ্গিলার প্রসঙ্গে কথাটা বলেছিলাম। বলেছিলাম রঙ্গিলা করার কারণই ছিল ঊর্মিলার সৌন্দর্য্য। ব্যস… এইটুকুই।

আগামীর ছবির জন্য অনেক শুভেচ্ছা…

TV9 বাংলাকেও অনেক ধন্যবাদ।

 

আরও পড়ুন: Allu-Ranveer-Bhansali: ‘৮৩’ ফ্লপ, তাই রণবীর সিং বাদ, ‘পুষ্পা’হিট আল্লুকে নিয়েই ভনসালীর পরবর্তী ছবি

Next Article