#AskSRK: ‘হনিমুনে যাব নাকি পাঠান দেখব’, ফ্যানের প্রশ্নে শাহরুখ যা বললেন…

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 24, 2023 | 5:34 PM

SRK: 'পাঠান' নিয়ে হাইপ তুঙ্গে প্রথম দিনে কত কোটি আয় করতে পারে এই ছবি? ট্রেন্ড অ্যানালিস্ট অক্ষয় রাঠির হিসেব বলছে ছবিটি প্রথম দিনে আয় করতে পারে ৩৫ কোটি টাকা।

#AskSRK: হনিমুনে যাব নাকি পাঠান দেখব, ফ্যানের প্রশ্নে শাহরুখ যা বললেন...
ফ্যানের প্রশ্নে শাহরুখ যা বললেন...

Follow Us

 

শাহরুখ খানের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তাঁর এক ভক্ত। প্রশ্ন করেছিলেন, ‘পাঠান’ দেখবেন নাকি স্ত্রীকে নিয়ে হনিমুনে যাবেন’? তাঁকে যা উত্তর দিলেন শাহরুখ খান, তা শুনলে হাসি চেপে রাখতে পারবেন না আপনিও। আর একদিন পরেই মুক্তি পাবে শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। কিং খানের কামব্যাক ছবি তাই উত্তেজনা তুঙ্গে। ছবি মুক্তির ঠিক আগে অনুরাগীদের সঙ্গে ‘আস্ক এসআরকে’ সেশনে মেতেছিলেন এসআরকে। সেখানেই টুইটারে এক অনুরাগী প্রশ্ন তাঁকে প্রশ্ন করেন, “স্যর। গত সপ্তাহে বিয়ে হয়েছে। হনিমুনে যাব নাকি পাঠান দেখব?” উত্তরে শাহরুখ বলেন, “বেটা এক সপ্তাহ হয়ে গিয়েছে এখনও পর্যন্ত হনিমুনে যাওনি”? তুমি বরং স্ত্রীর সঙ্গে গিয়ে ‘পাঠান’-ই দেখো।” শাহরুখের এই মজার উত্তরে হাসি কিছুতেই চেপে রাখতে পারেননি তাঁর অনুরাগীরাও।

‘পাঠান’ নিয়ে হাইপ তুঙ্গে প্রথম দিনে কত কোটি আয় করতে পারে এই ছবি? ট্রেন্ড অ্যানালিস্ট অক্ষয় রাঠির হিসেব বলছে ছবিটি প্রথম দিনে আয় করতে পারে ৩৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে তা ছুঁতে পারে ৫০ কোটি। দ্বিতীয় দিন ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবসের কারণে ছুটি থাকবে। তাই প্রথম দিনের তুলনায় ওই দিন আয় বাড়বে বলেই মনে করছেন ওই ট্রেড অ্যানালিস্ট। যদিও ছবি মুক্তির আগে নিজেকে খানিক আড়ালেই রেখেছেন এসআরকে। ক্যামেরা দেখলে এড়িয়ে যাচ্ছেন। পাপারাৎজিদের থেকেও এই মুহূর্তে তাঁর অবস্থান শতহস্ত দূরে। বৃহস্পতিবার ছিল অম্বানি পুত্রের বিয়ে। সেখানে স্ত্রী গৌরী খান ও ছেলে আরিয়ান খানের সঙ্গে হাজির হয়েছিলেন এসআরকে। কিন্তু গৌরী ও আরিয়ান ক্যামেরার সামনে পোজ দিলেও শাহরুখ দেননি। তাঁকে ক্যামেরাবন্দি করতে পারেনি পাপারাৎজি। কেন এই লুকোচুরি? শাহরুখ ঘনিষ্ঠদের একাংশের অভিমত, সাম্প্রতিক কালে ‘পাঠান’ নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্কের কারণেই নিজেকে আপাতত আড়ালে রাখছেন ‘শাহ’। ছবি হিট হলে তবেই আত্মপ্রকাশ করবেন তিনি।

প্রসঙ্গত, প্রথম থেকেই শাহরুখের এই ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। সিনেমার অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা (BJP Leaders)। এখনও জারি ‘পাঠান’ বয়কটের ডাক। এই পরিস্থিতিতেই সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।মঙ্গলবার বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। আপাতত হাতে মাত্র কয়েক ঘণ্টা। ফলাফল কি তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।

Next Article