Shubman Gill: শুভমনকে দেখেই ‘সারা সারা’ বলে তুমুল চিৎকার, তিনি কী করলেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 18, 2023 | 9:08 PM

Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১৪৯ বলে ২০৮ রান করেছেন শুভমন গিল। আপাতত তাঁর আগুনে ব্যাটিং নিয়ে মশগুল ক্রীড়াপ্রেমীরা। তবে এর মধ্যেই এক ভিডিয়ো ভাইরাল।

Shubman Gill: শুভমনকে দেখেই সারা সারা বলে তুমুল চিৎকার, তিনি কী করলেন?
সারা-শুভমন-সারা।

Follow Us

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১৪৯ বলে ২০৮ রান করেছেন শুভমন গিল। আপাতত তাঁর আগুনে ব্যাটিং নিয়ে মশগুল ক্রীড়াপ্রেমীরা। তবে এর মধ্যেই এক ভিডিয়ো ভাইরাল। যে ভিডিয়োয় প্রকাশ্যে আসতেই শুভমনকে ঘিরে হাসির রোল। কী রয়েছে সেখানে? মাস কয়েক ধরেই ক্রিকেট দুনিয়ার এই তরুণ তুর্কীর প্রেম জীবন নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। শোনা যাচ্ছে সচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গে বিচ্ছেদের পর নাকি তিনি এখন অন্য সারায় মজেছেন শুভমন। এই সারা হলেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। এ দিন উপল স্টেডিয়ামে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনের কাছে শুভমন পৌঁছতেই উত্তেজিত জনতা ‘সারা সারা’ বলে চিৎকার করতে শুরু করেন। অন্যদিকে শুভমনও মেজাজ না হারিয়ে দর্শকের উদ্দেশে হাত নাড়তে থাকেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনদের মজার মন্তব্য, “কোন সারাকে ডাকছিলেন ওঁরা? আলি নাকি তেন্ডুলকর”।

কীভাবে সারা আলি খানের সঙ্গে নাম জড়াল শুভমনের? গত বছর অগস্ট মাসেই সারা ও শুভমনকে একসঙ্গে দেখা যায়। এক টিকটিক ব্যবহারকারীর গোপন ভিডিয়োয় ধরা পড়ে যায় তাঁদের ‘ডিনার ডেট’। সবাইকে কার্যত চমকেই গিয়েছিল। কারণ এর আগে, শুভমনের সঙ্গে নাম জুড়েছিল সচীন তেন্ডুলকরের মেয়ে সারার। এমনকি সার্চ ইঞ্জিন গুগলে সারার ‘স্বামী’ বলে খুঁজলে আসত শুভমন গিলেরই নাম। কিন্তু অগস্ট মাসে সব হিসেব যেন গুলিয়ে গিয়েছিল আচমকাই। এখানেই শেষ নয়, সোনম বাজওয়ার টক শো’তে হাজির হয়েছিলেন শুভমন। তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে বলিউডে সবচেয়ে ফিট অভিনেত্রী কে? উত্তরে একমুহূর্ত চিন্তা না করেই শুভমন কার নাম নেন জানেন? কার আবার? সারা আলি খানের! এরপরেই কোনও রাখঢাক না করেই সোনম শুভমনকে ছুড়ে দেন সেই প্রশ্ন। জিজ্ঞাসা করেই বসেন, “তুমি কি সারাকে ডেট করছ”? উত্তরে শুভমন বলেন, ‘হয়ত হ্যাঁ, হয়তো না’। এর আগে সারার জীবনে কখনও এসেছেন সুশান্ত সিং রাজপুত আবার কখনও বা এসেছেন কার্ত্তিক আরিয়ান। এবার কি শুভমন? অনুমান জারি…।

Next Article