
এক কালে তনুশ্রী দত্ত মানেই বোল্ড লুকে ভাইরাল। তবে দিন দিন বলিউড থেকে বা সিনেদুনিয়া থেকে একটু একটু করে তাঁর সরে যাওয়া। চেহারায় এসেছে বদল। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয়ও নন তিনি। তনুশ্রী দত্ত তবে মাঝে মধ্যেই বিভিন্ন মন্দিরে পূজো দিতে গিয়ে ফ্রেমবন্দি হয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম হল না। তনুশ্রী কাশীতে গিয়ে মন্দিরে পূজো দেওয়ার পাশাপাশি বিশ্বনাথ ঘাটে করলেন পূণ্যস্নান। সেইভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল। পিছনে জ্বলন্ত চিতা, গোটা ভারতের সবথেকে ব্যস্ততম শ্মশান ঘাট এটি। যার ফলে দূষণের পরিমাণও এই ঘাটে অনেক বেশি। তাই এখানে তনুশ্রী দত্তকে স্নান করতে দেখেই উগ্বেগ ভক্তমনে। স্নানের ভিডিয়ো শেয়ার করে তনুশ্রী দত্ত লিখলেন, ‘মণিকর্ণিকা ঘাটে স্নানের ম্যাজিকাল অনুভূতি।’
এরপর এক নেটিজ়েন লিখলেন, ‘যাঁর অসুস্থ হয়ে পড়ছেন না, তাঁরা অভ্যস্থ। তবে দেশের সবথেকে দূষিত ঘাটে স্নান করাটা ঝুঁকি সাপেক্ষ্য।’ অপর এক নেটিজ়েন লিখলেন, ‘এটা তো শ্মশান ঘাট।’ সমস্ত মন্তব্য দেখে চুপ থাকলেন না তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় উত্তর দিতে হাজির হলেন তিনি। লিখলেন, ‘হে ভগবান, আমি এসব জানতাম না। স্নান তো সেরে ফেলেছি, এখন যা হবে দেখা যাবে। মনে হয় ভালই থাকব। আমার কিছু হবে না।’ অপর এক শুভাকাঙ্খী লিখলেন, ‘তনু, মণিকর্ণিকা ঘাটে দাহ করা হয়। ওখানে কেন স্নান করলে? গঙ্গা সব থেকে দূষিত নদী, তাও আবার শ্মশান ঘাট, স্নান না করলেই পারতে।’