সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী যে সম্পর্কে রয়েছেন এ কথা আর গোপন নেই। করণ জোহরের শো ‘কফি উইদ করণ’-এ এসে প্রেমে প্রায় শিলমোহর দিয়েই দিয়েছেন ওঁরা (Sidharth Malhotra, Kiara Advani) । কিন্তু বিয়ে? সেটিও কি চুপিসারে সেরে ফেলেছেন দুজনে? এক ভাইরাল ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছেন তুমুল হইচই। ভিডিয়োটিতে বিয়ের সাজে দুজনেই। পোশাকে রংমিলান্তি। সিদ্ধার্থ পরেছেন শেরওয়ানি অন্যদিকে কিয়ারা ধরা দিয়েছেন লেহেঙ্গায়। ভিডিয়ো ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনদের মনে প্রশ্ন, “তবে কি বিয়েটা হয়েই গিয়েছে তাঁদের”?
জানিয়ে রাখা যাক, বিয়ে এখনও হয়নি। ওই ভাইরাল হওয়া ক্লিপিংস আদপে এক বিজ্ঞাপনের অংশ বিশেষ। যে বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তাঁদের প্রেমের খবর চাউর হতেই বিজ্ঞাপন নির্মাতাদেরও যে পছন্দের জুটি হয়ে গিয়েছেন তাঁরা। ওদিকে আবার প্রথম ছবি ‘শেরশাহ’ও সুপার হিট। বলিউড সূত্র বলছে, এখনও বিয়ে না হলেও তা হতে কিন্তু আর বেশিদিন দেরি নেই। আগামী বছরেই হয়তো এক হতে পারে চার হাত।
‘শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিলে কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।