Shah Rukh Khan’s Birthday: ভক্তদের ভালবাসায় মুগ্ধ শাহরুখ মধ্য রাতে কী করলেন দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 02, 2022 | 9:02 AM

Shah Rukh Khan’s Birthday: ভক্তদের এই ভালবাসায় মুগ্ধ স্বয়ং কিং খানও। তাই ভক্তদের ভালবাসা ফিরিয়ে দিতে তাঁদের সকাল অবধি অপেক্ষা করালেন না এসআরকে।

Shah Rukh Khan’s Birthday: ভক্তদের ভালবাসায় মুগ্ধ শাহরুখ মধ্য রাতে কী করলেন দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
ছোট ছেলেকে নিয়ে মধ্যরাতে ব্যালকনিতে শাহরুখ কী কী করলেন

Follow Us

‘গুরু’ জন্মদিন বলে কথা। তাতে গত বছর তাঁর জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। তাই এই বছর তাঁর জন্মদিন উপলক্ষে ভক্তরা দেশ-বিদেশ থেকে উপস্থিত হয়েছেন মন্নতের সামনে দুইদিন আগে থেকেই শুভেচ্ছা জানাতে। ‘গুরু’ শাহরুখ খান এই বছর ৫৭তম জন্মদিন উদযাপন করছেন। ভক্তদের এই ভালবাসায় মুগ্ধ স্বয়ং কিং খানও। তাই ভক্তদের ভালবাসা ফিরিয়ে দিতে তাঁদের সকাল অবধি অপেক্ষা করালেন না এসআরকে। তিনি মধ্য রাতেই এলেন ব্যালকনিতে যা তিনি সচারচর করেন না। সঙ্গে ছোট ছেলে আব্রামও।  শাহরুখের ব্যালকনিতে আসার ভিডিয়ো ভক্তদের মোবাইল থেকে ইন্টারনেটে ভাইরাল হতে সময় নেয়নি। এক ভক্তের শেয়ার করা ভিডিয়োতে দেখা যায়, শাহরুখ তাঁর বাড়ির বাইরে জড়ো হওয়া বিশাল জনতার দিকে হাত নাড়ছেন। তিনি ভক্তদের উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে, স্যালুট করে,  হাততালি দিয়ে, থাম্বস-আপ দেখাচ্ছেন, দেখা যায় ভিডিয়োতে। এখানেই শেষ নয়, তিনি তাঁর ভক্তদের হাত জোড় করে প্রণামের ভঙ্গিতে শুভেচ্ছা জানান। বুকে হাত রেখে বাদশা মাথা নত করে কৃতজ্ঞতা জানান তাঁর ভক্তদের কাছে।

কালো টি-শার্ট, নীল জিন্স পরেছিলেন শাহরুখ। ছেলের পরনে ছিল সাদা টি-শার্ট আর শর্টস। ২ মিনিটের বেশি সময় ধরে কিং খান সময় কাটান ভক্তদের সঙ্গে। তোলেন সেলফি। দু-হাত ছড়িয়ে তাঁর সিগনেচার পোজ দেন। মন্নতের সামনে ভক্তরাও সারিবদ্ধ হয়ে তাঁকে শুভেচ্ছা জানান। মিষ্টি, টি-শার্ট, শাহরুখের বিশাল পোস্টার নিয়ে দাঁড়িয়ে ছিলেন।

 

শুধু মন্নতের সামনেই নয়, শাহরুখের ভক্তরা ইনস্টাগ্রামেও তাঁকে শুভেচ্ছা জানান। ইন্ডাস্ট্রি বন্ধুরাও তাঁর ৫৭তম জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তা পাঠান। বন্ধু পরিচালক ফারহা খান ইনস্টাতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে ছবির সেট, ডান্স রিহার্সাল, অ্যাওয়ার্ড শোয়ের বেশ কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত রয়েছে। সঙ্গে একটি নোটও লেখেন, “আমার! আমার শাহ, আমার বন্ধু,  মেগাস্টার, যিনি আমাকে একজন সিনেমার পরিচালক বানিয়েছেন। যিনি একজন রাজা কিন্তু খুব নম্র। যিনি নিজেকে নিয়ে উচ্চস্বরে হাসতে পারেন, সিনেমার চেয়েও বড়.. শুভ জন্মদিন @iamsrk আমি গর্বিত তোমার বন্ধু হতে পেরে.. তোমার সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ।”

২০২৩ সালে প্রায় ৪ বছর পর শাহরুখ ‘পাঠান’ ছবি দিয়ে ফিরছেন সিনেমা হলে। তাঁর সঙ্গে রয়েছে দীপিকা পাডুকোণ, জন আব্রাহম। ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাওয়ার কথা এই ছবির। এছাড়াও অ্যাটলি পরিচালিত ‘জাওয়ান’ ছবিতে প্রথমবার দক্ষিণের তারকা নয়নতারা, বিজয় সেতুপতির সঙ্গে কাজ করছেন তিনি। এই ছবি মুক্তি পাওয়ার কথা জুন মাসে। বছর শেষে রাজকুমার হিরানির সঙ্গে ‘ডানকি’ ছবিতে প্রথমবার স্ক্রিন ভাগ করছেন তাপসী পান্নুর সঙ্গে। বড়দিনের সময় এই ছবি মুক্তি পাওয়ার কথা।

 

Next Article