AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Kumar’s 100th birth anniversary: অমিতাভ বচ্চনের পর এবার দিলীপ কুমারের সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব

Dilip Kumar's 100th birth anniversary: গত কাল অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন ছিল। বচ্চন: ব্যাক টু দ্য বিগিং-এর শেষ দিনও।

Dilip Kumar's 100th birth anniversary: অমিতাভ বচ্চনের পর এবার দিলীপ কুমারের সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব
অমিতাভ বচ্চনের পর এবার দিলীপ কুমারের সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 7:38 PM
Share

অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উপলক্ষে বচ্চন: ব্যাক টু দ্য বিগিং সিনেমা উৎসবের আয়োজন করেছিল পিভিআর এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (FHF)। ৪ দিন ব্যাপী ওই উৎসবে ১১টি ছবি দেখানো হয় অমিতাভ বচ্চনের। ১১ নভেম্বর ১০০তম জন্মদিন দিলীপ কুমারের। প্রয়াত অভিনেতার এই জন্মবার্ষিকী উপলক্ষে এবার হেরিটেজ ফাউন্ডেশনের ইচ্ছে তাঁর ছবিরও উৎসব করা। FHF-এর তরফ থেকে শিবেন্দ্র সিং দুঙ্গারপুর জানিয়েছেন যে দিলীপ কুমারের জন্য আরেকটি চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হচ্ছে। তবে তিনি এই খবরের পাশাপাশি আরও বলেছেন যে উৎসবের জন্য সঠিক ছবি খুঁজে বের করায় একটি চ্যালেঞ্জ রয়েছে। “আমরা সত্যিই এটি করতে চাই এবং আশা করি আমরা এই উৎসব করতে সক্ষম হব,” মনে করেন শিবেন্দ্র।

গত কাল অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন ছিল। বচ্চন: ব্যাক টু দ্য বিগিং-এর শেষ দিনও। সেই উপলক্ষে শিবেন্দ্র টুইট করে দর্শকদের ধন্যবাদ জানান সিনেমা হলে এসে এই চলচ্চিত্র উৎসবকে সাফল্য মণ্ডিত করার জন্য। “যেহেতু আমরা বচ্চন: ব্যাক টু দ্য বিগিং-এর শেষ রাউন্ডের সিনেমা শুরু করছি, আমরা প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই যাঁরা সিনেমাগুলো বড় পর্দায় এসে দেখেছেন, আর এই উৎসবকে একটি ঐতিহাসিক ঘটনায় পরিণত করেছেন, ধন্যবাদ”, টুইটে লেখে দুঙ্গারপুর।

অন্যদিকে সায়রা বানু তাঁদের বিবাহবার্ষিকীর আগে জানান, তিনি এখনও বাইরে যেতে বা কারও সঙ্গে দেখা করতে পারেন না। দিলীপ কুমার এখন সঙ্গে নেই, তাই কিছুই করতে মন চায় না তাঁর। তবে দিলীপসাব যে তাঁর সঙ্গে আছেন সবসময়, তা জানেন সায়রা। শুধু দেখতে পারছেন না, এটাই যা, জানিয়েছেন দিলীপের সায়রা।