Vivek Agnihotri: বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শশী থারুরের; খুবই চটেছেন সাংসদ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 28, 2023 | 4:53 PM

Shashi Tharoor: ২৮ সেপ্টেম্বর মুক্তি পেল পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর পরবর্তী ছবি 'দ্যা ভ্যাক্সিন ওয়ার'। করোনাকালে ভারতের ভ্যাকসিন তৈরির লড়াইকে কেন্দ্র করে এই ছবির কাহিনি। ছবিকে ঘিরে সাক্ষাৎকার দিতে গিয়ে বিবেক আঙুল তুলেছেন শশী থারুরের দিকে।

Vivek Agnihotri: বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শশী থারুরের; খুবই চটেছেন সাংসদ
(বাঁ দিকে) বিবেকরঞ্জন অগ্নিহোত্রী; শশী থারুর।

Follow Us

আইনি পদক্ষেপ করছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর যাবতীয় অভিযোগ পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর বিরুদ্ধে। শশীর বিষয়ে কঠিন মন্তব্য করেছেন বিবেক। এবং তাতেই চটেছেন শশী। কী সেই মন্তব্য?

২৮ সেপ্টেম্বর মুক্তি পেল পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রীর পরবর্তী ছবি ‘দ্যা ভ্যাক্সিন ওয়ার’। করোনাকালে ভারতের ভ্যাকসিন তৈরির লড়াইকে কেন্দ্র করে এই ছবির কাহিনি। ছবিকে ঘিরে সাক্ষাৎকার দিতে গিয়ে বিবেক বলেছেন, “সরকারি পদে থেকে, সাংসদ হয়েও ঘুষ নিয়েছেন আমাদের দেশের নেতারা। প্রচার করেছেন বিদেশি ভ্যাকসিন।” সাক্ষাৎকারে শশী থারুর নাম নিয়েছেন বিবেক। জানিয়েছেন, তিনি ঘুষ নিয়ে বিদেশি ভ্যাকসিন প্রচার করেছেন।

তা শুনে অত্যন্ত চটেছেন শশী। তিনি ‘এক্স’ (সাবেক টুইটার) সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লিখেছেন, “ছবির প্রচার অত্যন্ত সস্তা প্রয়াস। বিষয়টা আরও ভয়ানক। এই ধরনের প্রচার বারবার হতে থাকলে মানুষ তা বিশ্বাস করতে শুরু করবেন। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি আইনি পদক্ষেপ করব। এবং তা করছিও।”

সেই দীর্ঘ সাক্ষাৎকারে বিবেক বলেছেন, “আমার কিছু যায় আছে না যখন দেখি ‘জওয়ান’-এর মতো ছবি প্রচার করার জন্য মানুষ টাকা নিচ্ছেন। কিন্তু যখন দেখি দেশের নির্বাচিত নেতা-মন্ত্রীরা ঘুষ নিচ্ছেন, দেশের ক্ষতি করছেন, তখন আর চুপ থাকতে পারি না।”

সাক্ষাৎকারে বিবেককে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি সেই সমস্ত নেতা-মন্ত্রীদের দিকে সরাসরি আঙুল তুলছেন? জবাবে বিবেক সাফ জানিয়েছিলেন, তিনি আঙুল তুলছেন না, কেবল সত্যি কথা বলছেন। এও জানিয়েছেন, তাঁর ছবি থেকে কিছু জিনিস কেটে বাদ দিতে হয়েছে সেন্সরের সময়। বলেছেন, “প্যান্ডেমিকের সময় নেওয়া ঘুষ রাষ্ট্রের বিরুদ্ধ কাজ। তা কখনওই সমর্থনযোগ্য নয়।”

Next Article